ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ || ৬ ফাল্গুন ১৪৩১
Breaking:
বিএনপি ক্ষমতায় এলে পানির ন্যায্য হিস্যার জন্য জাতিসংঘে যাবে      তিস্তা এখন আর নদী নেই, খাল বলা যায় : গয়েশ্বর     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দ্রুত সংসদ নির্বাচন চায় বাম জোট        সরকারে বসে নির্বাচন করা যাবে না : মির্জা ফখরুল        এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না : মাহফুজ আলম        বাতিল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন     
১৩০

ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫  

ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সড়ক-মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্টদের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে বারোটায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে, এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধড়-পাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। যার ফলে গত ১৫ দিন ধরে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় অস্ত্র দেখিয়ে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সেজন্য তাদেরকে ‘স্মল আর্মস’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।







মুক্তআলো২৪.কম

 
 
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত