ডিসেম্বরে নির্বাচন না হলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে : দুদু
মুক্তআলো২৪.কম

ডিসেম্বরে নির্বাচন না হলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে : দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকার সৎ ও সহজভাবে আগামী ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন দেয় তাহলে দেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর যদি কথা না রাখা হয়, তাহলে জাতি আবারও একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।’
আজ সোমবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনা প্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে ছায়াবীথি প্রকাশনী। সেখানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার সৎভাবে বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয়। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখার মতো হয়... দেশ স্বাধীনের আগে বলে হয়েছিল দেশে গণতন্ত্র ও স্বাধীনতা দেবে, কিন্তু ক্ষমতায় আসার পর অর্থাৎ ৭২-৭৫ এর মধ্যে আমরা যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি, শেখ হাসিনার ১৫-১৬ বছরের যে অবস্থা দেখেছি, সে রকম ঘটনা যদি হয়, সবচেয়ে সহজ ও স্বাভাবিক নির্বাচনের পথে যেতে যদি ঘাটতি দেখা দেয়, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার সেদিকে না গিয়ে রাজনৈতিক দলসহ সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে আগানোর আহ্বান রাখছি।
কারণ দেশের সংকট এখনো দূর হয়নি।’
জুলাই আন্দোলনের ছাত্র-জনতাকে সম্মান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘আজকে যারা গণ-অভ্যুত্থান করেছে, মানুষ ও জাতিকে মুক্ত করেছেন, সেসব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা। তারা আমাদের সন্তান, জাতির ভবিষ্যৎ।
তারা দেশ পুনঃনির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন। যারা আহত হয়ে বিছানায় পড়ে আছেন, তাদের আমরা চিকিৎসা নিশ্চিত করতে পারছি না, তারা বারবার রাস্তায় নেমে আসছেন। এটা আমাদের জন্য লজ্জার।’
৯০ গণ-অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচন করা সম্ভব হয়েছিল উল্লেখ করে দুদু বলেন, ‘এখন কোথায় যেন আমরা আটকে যাচ্ছি। বুঝছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না।
বুঝছি নির্বাচন করতে যদি দীর্ঘ সময় হয়, তাহলে ষড়যন্ত্রকারীরা লাভবান হবে। যে দেশে মানুষ দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই, তাদের এখনো ভোটাধিকার আমরা ফিরিয়ে দিতে পারি নাই। দেশে বাজার সিন্ডিকেট এখনো আছে, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করতে পারছে না। এগুলো আছে। কিন্তু ভোটের দিকে যদি আমরা যেতে পারতাম, তাহলে সংকট কিছুটা হলেও কাটতো। এই সংকট কাটাতে গেলে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে।’
একই অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। আমরা একটি নির্বাচনের জন্য অপেক্ষমান। এর মধ্যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে, খুবই ভালো কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজনীতি আমরা যে-যে মতেই বিশ্বাস করি না কেনো, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে আপোষহীন থাকতে হবে। এখনো সীমান্তে রক্ত ঝরছে। যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, সেটা সমতার ও মিত্রতার ভিত্তিতে। আমরা সৎ প্রতিবেশীর মতো আচরণ ভারতের কাছে আশা করি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে তারা অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রেখেছে, সেখান থেকে উসকানি দেওয়া হচ্ছে। বাংলাদেশের ভেতর ও বাইরে থেকে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পক্ষে সবকিছু সমাধান করা সম্ভব নয়। এখানে আমাদের নাগরিক দায়িত্ব আছে। বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ আমরা পেয়েছি, জুলাই আন্দোলনের হাজার-হাজার প্রাণের বিনিময়ে। আমরা যেন সেই জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করি। আমরা যেন মিডিয়াতেও সেভাবে সচেতন থাকি। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যেন অবশ্যই আপোষহীন থাকি। সত্যিকার একটি দেশ গঠনে আমরা মিডিয়ার পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা পালন করি।’
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রগ্রেস-এর চেয়ারম্যান এলবার্ট পি কষ্টা, বইয়ের লেখক বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের