ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ || ৩ চৈত্র ১৪৩১
Breaking:
এক-এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে : তারেক রহমান      তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র,     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরানোর আহ্বান সেলিমা রহমানের        জুলাইয়ের পরাজিত শক্তির বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার        ১৬ বছরের আন্দোলন ও অভ্যুত্থানের মধ্যে বিভেদ টানছেন কেন, প্রশ্ন রিজভীর     
৩৪

তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫  

তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, ‘আলোচনাও চলছে’

তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, ‘আলোচনাও চলছে’


বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) প্রধান তুলসি গ্যাবার্ড। ভারত সফরে গিয়ে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।

তুলসি গ্যাবার্ড বলেন, ‘ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে দুর্ভাগ্যজনকভাবে নিপীড়ন, হত্যা এবং নির্যাতন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানান তুলসি গ্যাবার্ড।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্রই শুরু হয়েছে। তবে সেখানকার পরিস্থিতি এখনো উদ্বেগের।’

তিনি আরো বলেন, ‘ইসলামী সন্ত্রাসীদের হুমকি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিশ্বব্যাপী যে প্রচেষ্টা তা একই আদর্শ এবং উদ্দেশ্যের দিকে পরিচালিত হয়; সেটি হলো ইসলামী খিলাফত প্রতিষ্ঠা।
এটি অন্য যেকোনো ধর্মের লোকদের প্রভাবিত করে।’

ডোনাল্ড ট্রাম্প এ ধরনের মতাদর্শ ও উগ্র ইসলামপন্থাকে ঠেকাতে তৎপর। ইসলামী সন্ত্রাসবাদকে পরিচালিত করে এমন আদর্শ চিহ্নিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। একই সঙ্গে তিনি এই আদর্শ ও সন্ত্রাসবাদকে পরাজিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মার্কিন গোয়েন্দাপ্রধান।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত