ঢাকা, ০৬ এপ্রিল, ২০২৫ || ২৩ চৈত্র ১৪৩১
Breaking:
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী      বিএনপি ক্ষমতার পাগল নয় ক্ষমতা বিএনপির প্রাপ্য : ফজলুর রহমান      মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব : কাদের সিদ্দিকী        দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখলে জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা        মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক আহ্বান প্রধান উপদেষ্টার     
৩৭

দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখলে জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫  

দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখলে জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা

দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখলে জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা


বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি। এখন বলা হচ্ছে, বিএনপি নাকি কথায় নির্বাচন করে। করবেই তো, বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাসী দল। নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে তা জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, ১৫ বছর আগে যে তরুণ-তরুণীরা ভোটার হয়েছিল তারা আজও ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তাই ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। 
শুক্রবার (৫ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. জামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ বি এম মুমিনুল হক মুমিন, বিএনপি নেতা ভিপি জহিরুল হক লিটন, সরাইল উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার ও আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. নাসির মুন্সী প্রমুখ।









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত