দুষ্কৃতকারীদের আধিপত্য থাকলে সরকার কেন, প্রশ্ন রিজভীর
মুক্তআলো২৪.কম

দুষ্কৃতকারীদের আধিপত্য থাকলে সরকার কেন, প্রশ্ন রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে। এখন একটি কথা বেরিয়েছে আপনারা জানেন, মব কালচার। এই মব কালচার তৈরি হলো কেন?’
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তো সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার।এই মব কালচারে সমাজে কত যে নিপীড়ন-নির্যাতন হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। কত নারী ও কন্যাশিশু নিপীড়িত হচ্ছে এর পরিসংখ্যান অল্পই আসে।’
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে রুহুল কবীর রিজভী এসব কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই র্যালির আয়োজন করা হয়।এতে বেগুনি রঙের শাড়ি পরে মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনের বরাতে রিজভী বলেন, ‘জানুয়ারি মাসেই কন্যাশিশু নির্যাতিত হয়েছে প্রায় ৮৫ জন, নারী নির্যাতিত হয়েছেন ১২০ জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৭ জন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৪ জন।
এত ভয়ংকর পরিস্থিতি। এটাই শেষ নয়, সংখ্যা হয়তো আরো বাড়বে। কেন এই পরিস্থিতি চলছে?’
তিনি বলেন, ‘সরকারের প্রধান দায়িত্ব সমাজের মধ্যে শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করা। আর সেখানে যদি নারী ও কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার-আপনার কন্যাসন্তান স্কুলে গিয়ে যদি নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির ও দেশের। এই লজ্জা যারা একাত্তরে শহীদ হয়েছেন, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যারা গণতান্ত্রিক আন্দোলনের শহীদ হয়েছেন।
সেই শহীদদের অপমান করা। কেনো দুষ্কৃতকারীরা আধিপত্য বজায় রাখবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে? তাহলে সরকার কিসের জন্য?’
রিজভী বলেন, ‘মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাণী শুনি। সুতরাং সেই নারীকে যদি আমরা খোঁয়াড়ের মধ্যে আবদ্ধ রাখি, বন্দিশালায় রাখি, আজকের উন্নতির-অগ্রগতির যুগে, যখন মানব আত্মার বিকাশের পথে, সেখানে এই বন্দি করে রাখার কোনো মানে হয় না। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, লেখাপড়ায় প্রত্যেকটি জায়গায় মেধায়-মননে পুরুষের চাইতে মেয়েরা কম নয়। তাদের যদি আমরা আটকে রাখি, বন্দি রাখি, তাহলে সমাজ কোনো দিন এগোবে না।’
শোভাযাত্রাতে আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের