ঢাকা, ০৭ এপ্রিল, ২০২৫ || ২৪ চৈত্র ১৪৩১
Breaking:
মার্কিন শুল্কারোপ ৩ মাসের স্থগিতাদেশ চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি ড. মুহাম্মদ ইউনূসের      পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সাধারণ ধর্মঘট     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক : গভর্নর        ফেসবুকে এনআইডি সেবার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হতে ইসির আহ্বান        কেইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন ৭০ বিদেশি বিনিয়োগকারী     
৫০

পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সাধারণ ধর্মঘট

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫  

পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সাধারণ ধর্মঘট

পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সাধারণ ধর্মঘট


পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের রাস্তাগুলো সোমবার ছিল জনমানবশূন্য। বন্ধ ছিল দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ফিলিস্তিনিরা এই সাধারণ ধর্মঘট পালন করে। এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

১৯৬৭ সাল থেকে ইসরায়েল দখল করে রাখা পশ্চিম তীরজুড়ে দোকান, স্কুল ও বেশির ভাগ সরকারি প্রশাসনিক কার্যালয় এদিন বন্ধ ছিল। ফিলিস্তিনের বেথলেহেম শহরের দোকানদার ফাদি সাদি এএফপিকে বলেন, ‘আজ পুরো শহর ঘুরে দেখেছি, একটি দোকানও খোলা পাইনি।’

ফাতাহ, হামাসসহ বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর একটি জোট এই ধর্মঘটের ডাক দেয়। তারা বলেছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা ও চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদেই এই ধর্মঘট।
এই ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে ‘অধিকৃত সব ফিলিস্তিনি ভূখণ্ড, শরণার্থীশিবির ও আমাদের সংগ্রামে সংহতি জানানো সব জায়গায়’।

চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল। তার পর থেকে প্রতিদিনই সেখানে নিহত হচ্ছে বহু ফিলিস্তিনি। জেরুজালেমের ওল্ড সিটির এক স্যুভেনির দোকানের মালিক ৬৮ বছর বয়সী ইমাদ সালমান বলেন, ‘আজ আমরা গাজার পরিবার, আমাদের সন্তানদের কথা ভেবে দোকান বন্ধ রেখেছি।
জেরুজালেম বা পশ্চিম তীরে আমাদের করার বেশি কিছু নেই, শুধু এটুকুই পারি।’

ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের সাধারণত ব্যস্ত সালাহেদ্দিন সড়কও এদিন ছিল পুরোপুরি ফাঁকা। পূর্ণ পরিচয় প্রকাশ করতে না চাওয়া আহমেদ নামের এক ব্যক্তি বলেন, ‘এই ধর্মঘট গাজা ও ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে। হোক তা ট্রাম্প, নেতানিয়াহু, ইসরায়েলি সরকার বা যুক্তরাষ্ট্রের মাধ্যমে—এই যুদ্ধ থামাতেই হবে। এই যুদ্ধ, এই হত্যাযজ্ঞ ও ধ্বংস থামাতে হবে।
শুধু শান্তি—শান্তি আর শান্তিই বিজয়ী হোক।’

ধর্মঘটের অংশ হিসেবে সোমবার রামাল্লার কেন্দ্রস্থলে একটি বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত। রামাল্লার কমিউনিটি সংগঠক ইসসাম বেকার বলেন, ‘এবারের ধর্মঘট গুরুত্বপূর্ণ এবং জনগণের অংশগ্রহণও তাৎপর্যপূর্ণ। কারণ ইসরায়েলি আগ্রাসন এখন প্রতিটি ফিলিস্তিনি পরিবারকে স্পর্শ করেছে, হোক তা পশ্চিম তীরে বা গাজায়।’

একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ‘পশ্চিম তীরজুড়ে আজকের মতো এই মাত্রার পূর্ণ ধর্মঘট আমরা ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আর দেখিনি।’
গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে ৯১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই ছিলেন যোদ্ধা। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলা ও সেনা অভিযানের সময় সংঘর্ষে অন্তত ৩৩ জন ইসরায়েলি নিহত হয়েছে, যাদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন।










মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত