৩৭৮৯
প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত
প্লাবন্তী জামান ইতি
প্লাবন্তী জামান ইতি
তুমি আমায় নাকি মুক্ত করেছো?
তোমার ভালোবাসার বাঁধন হতে,
তবে আমি তোমাতে কেনো আঁকড়ে আছি
লুকিয়ে স্বপ্ন দেখছি তোমার মাঝে।
তোমার দেহের সুগন্ধে
আমায় গ্রাস করছে প্রাকৃতিক রুপে,
আমি হারিয়েছি তোমার ভালোবাসাতে।
তাই তো তুমি যেখানে মুক্ত করছো,
সেখানে আমি পাচ্ছি পায়ের বেড়ি।
তুমি আমায় নাকি মুক্ত করেছো??
তোমার ভালোবাসার বাঁধন হতে,
আমি কেনো তবে ভালোবাসা মরি
দুই হাত বাড়িয়ে তোমায় ইশারা করি।
মুক্ত করে ফিরবে তুমি জানি
শুধু বৃথায় কষ্ট করছি আমি,
তোমার এই বহুরুপী ভালোবাসা
এই দু`চোখে জল ভাসাবে জানি।
আমার দু`চোখের জল বৃথাই
মুক্ত প্লাবন ধারায় তোমার ভালোবাসার এক ইশারা
মুক্ত করে ও আমায় যুক্ত করেছো তোমার ভালোবাসা বাঁধন ধারায়।
আরও পড়ুন
মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত
- মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’
- মাসুম বাদল এর কবিতা
ফের যদি ডেকে উঠতো’ - এ কে দাস মৃদুল এর কবিতা-
‘শীতল হবো যুগল চোখের শ্রাবণে’ - মালিহা হক এর কবিতা-
`বোরখার আত্মকথা` - কবি মোঃ সরোয়ার জাহান এর প্রেমের কবিতা ‘মধ্যরাতে হঠাৎ’
- প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত
- মোঃ সরোয়ার জাহান এর নতুন প্রেমের কাবিতা
‘মেমসাহেব’ - বারবার শপ
কবি কাজী জহিরুল ইসলাম এর একটি কবিতা - কবিতা-১০
কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯ - সৌভিক দা`র কবিতা
বিক্রিত পন্য ফেরত লওয়া হয় না... - মৌসুমী সেন এর কবিতা-
`মানদণ্ড` - পৃথা রায় চৌধুরী`র কবিতা-
`ফাটল` - নীল আলো`র কবিতা-
`ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে` - সরোয়ার জাহান এর কবিতা-
‘বিনীত বেদনা…০২’ - ফেরদৌস হাসান খান এর কবিতা-
`এ দেশটা তো জল্লাদের নয়`