বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের
মুক্তআলো২৪.কম
বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে বল হাতে দাপট দেখালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বোলিং নৈপুন্যে প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে স্বাগতিক ভারত। ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন হাসান।
এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ১৪ রান তুলেছিলেন ভারতের দুই ওপেনার যশ^সী জয়সওয়াল ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ষষ্ঠ ওভারে প্রথম বলে হাসানের অফ-স্টাম্পের বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে শান্তকে ক্যাচ দেন ১টি চারে ১৯ বলে ৬ রান করা রোহিত।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ৮ বল খেলা শুভমান গিল। হাসানের লেগ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন গিল।
গিলের বিদায়ে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি ভারতের বিরাট কোহলি। হাসানের অফ-স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ৬ বলে ৬ রান করে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দিয়ে বিদায় নেন কাহলি।
হাসানের পেস তোপে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত।
এ অবস্থায় শক্ত হাতে হাল ধরেন ওপেনার জয়সওয়াল ও ২১ মাস পর টেস্ট খেলতে নামা ঋসভ পান্ত। ৮৩ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা। ৬টি চারে জয়সওয়াল ৩৭ এবং ৫টি বাউন্ডারিতে পান্ত ৩৩ রানে অপরাজিত আছেন।
মুক্তআলো২৪.কম
- বাংলাদেশের নারী ক্রিকেট দলকে রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হলো
- ইনিংস পরাজয় থেকে রক্ষা মুশফিকের সেঞ্চুরিতে
- আর্জেন্টিনা ভুল বুটের কারণে বিশ্বকাপ জেতেনি : ম্যারাডোনা
- মেসি গাজার শিশুদের জন্য খেলতে নামছেন
- আর্জেন্টিনার মধুর প্রতিশোধ জার্মানিকে হারিয়ে !
- প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আর্জেন্টিনাকে মেসি-ডি মারিয়া জেতালেন
- অস্ট্রেলিয়াকে ৩১ বছর পর হারের লজ্জা দিল জিম্বাবুয়ে
- এখন মেসির সঙ্গে দি মারিয়া
- আবেদনপত্রে যা লিখেছেন সাকিব
- বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবলের শিরোপা জয় করল খুলনা
- বিবিসি বাংলার খবর
অনিশ্চিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ ? - বার্সাতেই জাভি অভিমান ভুলে
- বিশ্বকাপের শাকিরায় সমাপ্তি
- শোয়েইন্সটেইগার এগিয়ে নতুন অধিনায়ক হিসেবে জার্মান দলের