বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুক্তআলো২৪.কম

বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান
নিজের তৈরি বিমান আকাশে উড়িয়ে সারা দেশে আলোচনায় এসেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস মোল্লা। কয়েক দিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলহাসের বিমান দেখতে ভিড় জমাচ্ছে। কেউ-বা জুলহাসের এ অভাবনীয় উদ্ভাবনের জন্য তার সঙ্গে সেলফি তুলছে, আবার প্রশংসায় ভাসাচ্ছে। এবার তাকে উৎসাহ জোগানোর জন্য তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার (৫ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। জুলহাস উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, ‘জুলহাসের নিজের তৈরি বিমান উড়ানোর ঘটনা তারেক রহমান অবগত হন। পরে তার একটি প্রতিনিধিদলসহ আমাকে খোঁজখবর নেওয়ার জন্য সরেজমিনে পাঠান।
একজন নেতা দেশের প্রত্যন্ত অঞ্চলেরও খবর গুরুত্ব দিয়ে রাখেন। বিএনপির পক্ষ থেকে জুলহাসকে সার্বিক সহোযোগিতা আশ্বাস দিয়ে আগামী দিনে তার এমন উদ্ভাবনী কাজ চালিয়ে যাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।’
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলহাসের নিজে বিমান তৈরি করে আকাশে উড্ডয়নের বিষয় শুনেই আমাকে দ্রুত সরেজমিনে তার খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। তার অংশ হিসেবে একটি প্রতিনিধিদল নিয়ে জুলহাসের সার্বিক খোঁজখবর নিই।
পাশাপাশি তারেক রহমানের শুভেচ্ছাসহ তার পাশে থাকার বিষয়টি অবগত করি।’
বিমান তৈরির কারিগর জুলহাস মোল্লা কালের কণ্ঠকে বলেন, ‘তারেক রহমানের মতো এত বড় মাপের একজন নেতা আমার খোঁজখবর নিয়েছেন। আমি এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। তার এ অনুপ্রেরণা আগামী দিনে আমার গবেষণা ও বিমান তৈরিতে আরো উৎসাহ জোগাবে। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, বিএনপি নেতা স্থাপত্য মনজুরুল মোর্শেদ ইমন, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন নাসির, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজসহ জেলা উপজেলা বিএনপির বিভিন্ন পর্য়ায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলহাস মোল্লা দীর্ঘ এক বছর চেষ্টা চালিয়ে নিজেই একটি বিমান তৈরি করেন। যা গতকাল মঙ্গলবার উপজেলার জাফরগঞ্জ যমুনা নদীর চরে আনুষ্ঠানিকভাবে নিজেই আকাশে উড্ডয়ন করেন। তার এ কৃর্তি দেখতে মানিকগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত লোক উপস্থিত ছিলেন।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের