ঢাকা, ০৭ জানুয়ারি, ২০২৫ || ২৪ পৌষ ১৪৩১
Breaking:
খালেদা জিয়ার বিদেশযাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ছাত্র আন্দোলনে আহতদের ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা        বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন তারেক রহমান, সঙ্গে থাকবে পরিবারের সদস্যরা        সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি        রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত     
২২৬

‘মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করলে দেশের অগ্রগতি বাধা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫  

মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে

মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে

 

মহান মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করলে অগ্রসরমাণ বাংলাদেশ প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, সময়ের প্রয়োজনে জন-আকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংশোধন-কিংবা যুগোপযুগী করা রাষ্ট্রের জন্য চলমান প্রক্রিয়া। তবে এ বিষয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।

রবিবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণফোরামের জাতীয় কাউন্সিল-২০২৪ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল হোসেন।
দলের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক ও অ্যাডভোকেট সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান প্রমুখ।

লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, ‘বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে, তা সমাধানের একমাত্র পথ রাজনৈতিক ঐক্য। এই ঐক্যের ভিত্তি হলো আমাদের জাতীয় চেতনা, যা বাহান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, বাহাত্তরের সংবিধান এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা।’

তিনি আরো বলেন, ‘জনগণের ঐক্যকে সংহত করেই সামনে এগিয়ে যেতে হবে।
আমাদের সব পরিকল্পনা হবে জনগণকে নিয়ে। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আমরা সারা জীবন ষড়যন্ত্র মোকাবেলা করেছি।
জনগণের ঐক্যের বিরুদ্ধে তারা (ষড়যন্ত্রকারী) সব সময় ষড়যন্ত্র চালিয়ে যায়। ভালো কাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস সব সময়ই থাকে। জনগণকে ঐক্যবদ্ধ করেই এসব মোকাবেলা করতে হবে।’

দলের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘বাহাত্তরের সংবিধানের কবর রচনার কথা যারা বলছেন, তারা কী বুঝে বলছেন নাকি না বুঝে? বাহাত্তরের সংবিধান ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান। সংবিধান নিয়ে কেউ ছিনিমিনি খেললে সেটা সংবিধানের সংকট না, যারা অপব্যবহার করেছে তাদের সংকট।
সংবিধান নিয়ে আলোচনা হতে পারে। এ ধরনের বক্তব্য দিয়ে যারা মুক্তিযুদ্ধ, রাষ্ট্র ও সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন, তাদের এমন বিষয় থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কাউন্সিলে মোস্তফা মোহসীন মন্টু সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ২০ সদস্যবিশিষ্ট সভাপতি পরিষদ ও ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত