ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা        জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল        শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস     
৫৭

হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রিজভী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪  

হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রিজভী

হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে : রিজভী


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ, এটা বিশ্বাস করে না প্রতিবেশী দেশ। যদি বিশ্বাস করত, তাহলে তাদের মিডিয়ায় প্রতিদিন এভাবে অপপ্রচার করা হতো না।’

তিনি ভারতকে উদ্দেশ করে বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আপনাদের যদি এতই দুঃখ হয়, তাহলে তার জন্য আরেকটি তাজমহল গড়ে তুলুন। তাহলে আপনাদের প্রাণে শান্তি আসবে, কিন্তু অপপ্রচার করবেন না।
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রিত, তাদের অনেক দুঃখ। শেখ হাসিনা পালিয়ে গেছে বলে তারা (ভারত) খুবই দুঃখ পেয়েছে। লুটতন্ত্র-পাচারতন্ত্রের মধ্যে শেখ হাসিনাকে আবারও কীভাবে ক্ষমতায় বসানো যায়, সেই চিন্তা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘বিএনপি হচ্ছে আর্দশের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নিবারণের দল। আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, টাকা পাচারকারীদের দল, দুর্বৃত্তদের দল। বাংলাদেশ ব্যাংক-সোনালী ব্যাংক-বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে। এইসব শেখ হাসিনার অবদান।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনি চোখ-কান খোলা রাখুন। প্রতিদিনই ভয়ংকর ভয়ংকর ষড়যন্ত্র হচ্ছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত