এলিজা আজাদ এর কবিতা-
`আমার জীবন কাহিনী কি করে শোনাবো তোমায়`
এলিজা আজাদ

ছিলো কৃষ্ণচূড়া- ছি্লো আলো
ছিলে আমার পাশে তুমি
আমরা ছিলাম নোম্যানস্ ল্যান্ডের বাসিন্দা____
তুমি কবিতা লিখতে ভালোবাসতে
আমি ছিলাম তোমার কবিতা লেখার প্রেরণা
তুমি ছবি আঁকতেও ভালোবাসতে
আমি ছিলাম তোমার চিত্রকল্পের মানস প্রতিমা
আমিই ছিলাম নাকি তোমার শেষ আশ্রয়___
এ`ভাবে যখন যা বলে গেছো
আমি বিশ্বাস করে নিয়েছি
তুমি মনে মনে যখন যা ভেবেছ
তাকেই আমি আমার মন ভেবে নিয়েছি
তুমি বলেছ উঠে দাঁড়াও
আমি চলতে শুরু করেছি___
তুমি বলেছ আমার শরীরকে শান্ত কর
দেহের কোণায় কোণায় ভাঁজে ভাঁজে
আমার চিহ্ন নাম এঁকে যেতে
আমি সুনিপুণ শিল্পীর মত তাই এঁকে গেছি___
তোমার মনের জানালা`য় চোখ লাগিয়ে
আমার আকাশ দেখেছি
খুব সুবিশাল ছিলোনা সে আকাশ
তাকেই আমি চূড়ান্ত ভেবে নিয়েছি___
তুমি বলেছ এসো দু`জনে মিলে
প্রেম অনলে জ্বলি, আমি জ্বলেছি ___
যে বিশ্বাসে ধরেছিলাম হাত
হঠাৎ সন্ধ্যার আগমনে কোথায় যেন হারিয়ে গেলে___
আজ আমি বিশ্বাসের চোখে বেদনার নীল কাজল আঁকি
নোম্যানস্ ল্যান্ডের সবটুকু জুড়ে এখন শুধু আমিই থাকি
কখনো প্রশ্ন করোনা আমি কেমন আছি? —
============================
- এম আর ফারজানা`র কবিতা-
`জ্যোৎস্নারাতে মৃত্যুর অপেক্ষা` - স্বাস্থ্যসেবা এবং উপেক্ষিত ফার্মাসিস্টদের অবদান:সাদেকুর রহমান
- কলাম-
`কেবল ব্যক্তিস্বার্থই ধ্বংস করছে একটি বৃহত্তম রাজনৈতিক দলকে` - `বৃটেনের কার্ডিফে ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত`
- এলিজা আজাদ এর কবিতা-
`আমার জীবন কাহিনী কি করে শোনাবো তোমায়` - এ.কে. দুলাল এর কবিতা-
`বায়বীয় প্রেম` - আমি সব ভুলে যাই, তাও ভুলি না ছাত্রলীগের বোল!
- কয়েছ আহমদ বকুল এর কলাম-
`শামীম আইভী বিতন্ডা আমাদের মিডিয়া ও অসহায় আইন` - পল্লব মাহমুদ এর কলাম-
`শুনেই মনে হতে পারে এ আবার নতুন কী ?` - ফেরদৌস হাসান খান এর কবিতা-
`শব্দের বৃষ্টি` - কয়েছ আহমদ বকুল এর কলাম-
সম্প্রচার নীতিমালঃ আদৌ কি প্রয়োজন ছিলো! - কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-
কিছু কথা না বললেই নয়...(১০) - দোলন মাহমুদ এর কবিতা-
`অগূঢ়ে আক্ষেপ` - একজন অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া আর একটি প্রশ্ন
- কয়েছ আহমদ বকুল এর কলাম-
`অরণ্যে রোদন অথবা সমকালীন বিলাপ`