ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ পরিকল্পনা শেভরনের      প্রধান উপদেষ্টা কাল সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সীমান্তে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত : বিজিবি সদর দপ্তর        আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের        ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : ভার্মা     
২৫৮৩

আর্জেন্টিনা ভুল বুটের কারণে বিশ্বকাপ জেতেনি : ম্যারাডোনা

মুক্তআলো২৪.কম অনলাইন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৪  

ডিয়েগো ম্যারাডোনা

ডিয়েগো ম্যারাডোনা

 

আর্জেন্টিনা সমর্থকদের ১১৩ মিনিটের এই ক্ষণটি বহুদিন মনে থাকবে । এই সময়েই যে জার্মানির হাতে খুন হয়েছিল আর্জেন্টিনার স্বপ্ন। ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে ১১৩ মিনিটে মারিও গোটশের গোলে ২৮ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল আকাশি-সাদাদের। ম্যাচের বাকি ছিল মাত্র সাত মিনিট।
কেন এমনটা হলো। এর একটা মজার ব্যাখ্যা দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। সেটি হলো আর্জেন্টিনা নাকি বিশ্বকাপ জেতেনি ভুল বুটের কারণে।
আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনার মতে, এ ভুল বুটটা পরেছিলেন গঞ্জালো হিগুয়েইন। তবে ম্যারাডোনা সম্প্রতি আর্জেন্টাইন টিভি টিওয়াইসি স্পোর্টকে বলেছিলেন, পিপা (হিগুইয়েনের ডাক নাম) একজন সহজাত স্ট্রাইকার। সে যদি ১০টা সুযোগ পায় তাহলে নয়বারই গোল করবে। অথচ সেই হিগুয়েইন ফাইনালে ছিলেন নিস্প্রভ। ম্যানুয়েল নয়্যারকে একা পেয়েও গোল করতে পারেননি। অথচ যে গোলটি হয়তো করে দিতে পারত পাড়ার স্ট্রাইকাররাও।
সেই মিসটির দিকে ইঙ্গিত করে ম্যারাডোনা স্বভাবসুলভ ভাষায় বলেন,ওই দিন আসলে ভুল পায়ে ভুল বুট পরেছিল।
সূত্র: এএফপি ও গোলডটকম।

আরও পড়ুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত