ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির     
২০৭৯

ঊর্ধ্বমুখী প্রধান সূচক আর্থিক খাতের কল্যাণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন ২০১৪   আপডেট: ১৭ জুলাই ২০১৪

ঊর্ধ্বমুখী রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের  সূচক আর্থিক খাতের কল্যাণে।আর্থিক খাতের ৭৮ শতাংশ কম্পানির শেয়ার দর বেড়েছে। বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হলেও তা পাঁচ মিনিট স্থায়ী হয়। এরপর থেকে সূচকের পতনে লেনদেন চলতে থাকে দিনের বেশিরভাগ সময়। এক পর্যায়ে সূচক বাড়তে থাকলেও দিন শেষে প্রধান সূচক বাদে অন্য দুই সূচক কমে যায়।বাজার বিশ্লেষণে দেখা যায়, এই দিন ডিএসইতে প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬১৬ পয়েন্টে।আগের দিনের চেয়ে বৃহস্পতিবার লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই দিন লেনদেন হয় ৩০২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। মোট লেনদেনে অংশ নেয় ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫২টি, কমেছে ১০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।টাকার পরিমাণে ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হল- বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, গ্রামীণফোন, ইউনাইটেড এয়্যারওয়েজ, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ এবং জেনারেশন নেক্সট।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অন্য দুই সূচক বাড়লেও কমেছে সিএসই সার্বিক সূচক। সিএসই সার্বিক সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬০৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

শেয়ার বিভাগের সর্বাধিক পঠিত