ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
Breaking:
দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর      তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে : মির্জা ফখরুল        বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান        ‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে অনুরোধ মোদির : বিক্রম মিশ্রি     
২৩৮২

ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের,

এপ্রিয়েশান চিঠি পেলো`ওরা এগারো জন`

ওয়াশিংটনের বিশেষ সংবাদদাতা `আব্দুস সাত্তার`

প্রকাশিত: ৫ জুন ২০১৪   আপডেট: ১৯ জুন ২০১৪

ওয়াশিংটন প্রতিনীধিঃ এই প্রথম বারের মতো ওয়াশিংটন ডিসিস্থ  বাংলাদেশ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত আকরামূল কাদেরের পক্ষ  থেকে এপ্রিয়েশান চিঠি পেলো মেট্রো ওয়াশিংটনের সাংস্কৃতিক সংগঠন "ওরা এগারো জন ইঙ্ক"।

রাষ্ট্রদূত অসুস্থ থাকায় চিঠিটি `ওরা এগারো জন ইঙ্ক` এর প্রেসিডেন্ট লেখক ও সাংবাদিক আব্দুস সাত্তারের হাতে তুলে দেন রাষ্ট্র দূতের একান্ত সচিব পিয়ন্তে। `ওরা এগার জন ইনক` একটি সাংস্কৃতিক সাংগঠন মেট্রো ওয়াশিংটনের। সংগঠনটির জন্ম হয় ২০০৩ সালে। এই সংগঠন মূলত ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করে থাকে। যেমন ক্ষুদে গানরাজ, সেরা কন্ঠ, ক্লোজআপ, বাংলা মুভি হলে চালানো ইত্যাদি। এছাড়া ও লোকাল অন্যান্য সংগঠনের সাথে যৌথ ভাবে একুশে ফ্রেব্রুয়ারী, বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ অনেক প্রোগ্রাম করে থাকে। সংগঠনের প্রেসিডেন্ট জানালেন আগামীতে সবধরনের প্রোগ্রাম করবে সংগঠনটি। তাছাড়া ও মুল ধারার প্রোগ্রাম `ফোবানা`র সাথে সক্রিয় ভাবে জড়িত এবং এক্টিভ মেম্বার। সংগঠনের প্রেসিডেন্ট জানালেন আগামীতে এই সংগঠন মেট্রো ওয়াশিংটনে ফোবানা সন্মলন করবে। ওরা এগারো জন ইঙ্ক ছাড়াও গত ২০শে মে রাষ্ট্রদূত আকরামূল কাদেরের বিদায় সম্বর্ধনার অন্যান্য আয়োজক সংগঠক এবং গ্রুপ - বিসিসিডিআই, পিপল এন্ড টেক,একতারা, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, "বোস ল ফার্ম" , "গানের ছোঁয়ায় কবিতা" এপ্রিয়েশান চিঠি পান।

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত