চৌধুরী ফাহাদ এর কবিতা-
`কবি’র কাছে`
চৌধুরী ফাহাদ
কবির কাছে শিখেছি কবিতার কোন দেশ নেই
জাতি নেই-কোন কাল নেই...
উদ্ভাস্তু ভাষার উড়ানে চির পরবাসী মেঘের জল
পরিবর্তিত শব্দের আকারে এক মাটিতে মিশে বৃষ্টির বিশ্বায়ন।
কবির কাছে জেনেছি...
বৃত্তাকার পৃথিবীর বৃত্তহীন আকাশ
ভাগ হয়`না খণ্ডে-
ভূগোল মানে না দেশের সীমা
কবিতা হয়`না ভৌগলিক।
কবির কাছে শিখেছি কবিতা মহাকাল,
কবিতার কোন দেশ হয়`না, দেশান্তর হয় না-
চির ভবঘুরে প্রাণ এক-
সীমাহীন সীমান্তের কাঁটাতার;
কবির কাছে জেনেছি কবিতার আছে কালজয়ী বিশ্বাস
নিঃশ্বাসের প্রতিটি আন্দোলন মিশে যায় মহা-আকাশ
কবিতার ভাষা এক-পৃথিবী এক
কবির কাছে শিখেছি...
কবিদের কাছে জেনেছি কবিরা সীমাবদ্ধ।
আত্মপ্রতিকৃতির অন্তরালে কবিতার ভিন্নমত
ভিন্ন ভিন্ন কবি প্রাণ।
সব প্রেম-পরম ভালোবাসা, সব সুখ-দুঃখ অরূপ
সব দ্রোহ-স্বপ্নের আবহ-
ভিন্ন ভিন্ন রূপে অহম বুকে নিয়ে চির তফাতে ঘুমায় কবি,
এক হয়েও হয় না কবিতে কবিতে এক ছবি
কবিরা আলাদা প্রাণ।
কবির কাছে জেনেছি...
কবির কাছে শিখেছি কবিতার নেই কোন দেশ
কবিদের কাছে জেনেছি কবিরা সীমাবদ্ধ অনিঃশেষ
কবিতে কবিতা এক-কবিতায় এক দেশ;
তবু কবি এক কেন নয়!
কবি-
উত্তর দেবে কী?
============
- মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’
- মাসুম বাদল এর কবিতা
ফের যদি ডেকে উঠতো’ - এ কে দাস মৃদুল এর কবিতা-
‘শীতল হবো যুগল চোখের শ্রাবণে’ - মালিহা হক এর কবিতা-
`বোরখার আত্মকথা` - কবি মোঃ সরোয়ার জাহান এর প্রেমের কবিতা ‘মধ্যরাতে হঠাৎ’
- প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত
- মোঃ সরোয়ার জাহান এর নতুন প্রেমের কাবিতা
‘মেমসাহেব’ - বারবার শপ
কবি কাজী জহিরুল ইসলাম এর একটি কবিতা - কবিতা-১০
কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯ - সৌভিক দা`র কবিতা
বিক্রিত পন্য ফেরত লওয়া হয় না... - মৌসুমী সেন এর কবিতা-
`মানদণ্ড` - পৃথা রায় চৌধুরী`র কবিতা-
`ফাটল` - নীল আলো`র কবিতা-
`ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে` - সরোয়ার জাহান এর কবিতা-
‘বিনীত বেদনা…০২’ - ফেরদৌস হাসান খান এর কবিতা-
`এ দেশটা তো জল্লাদের নয়`