২৯২৭
কবি মোঃ সরোয়ার জাহান এর কবিতা ‘রীতিনীতি’
কবি মোঃ সরোয়ার জাহান

কবি মোঃ সরোয়ার জাহান
আমি তার মত বহমান,
আমি জীবন্ত,
আমি বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে !
মানুষ যাচাইয়ের এই ক্ষণে
তুমিহীনতার বসবাস
এখন কবি দেহে,
তোমাকে নিয়ে ভাববার
অখন্ড সময় নেই কবির !
কবির কবিতা,
কবির দেশ প্রেম,
কবির বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা,
কিংবা তার পরিবারের
প্রতিটি সদস্যের প্রতি ভালোবাসা !
দিনের হিসেবে
ভালোবাসার হিসাব করে না কবি
কোন বিশেষ দিন,
কোন বিশেষ ক্ষণ,
কোন বিশেষ মুহূর্ত,
কোন কিছুই কবির বিশেষত্ব কে
ম্লান করতে পারেনা আর,
এখন ছোট হয়ে যায় না কবি
কোন কিছুতেই !
নিজ মাথা অবনত করতে
ইচ্ছে করে না,
সত্যি ইচ্ছে করে না আর !
তবুও মাঝে মাঝে করতে হয়,
রীতিনীতি কিম্বা কর্মের ,
সম্মানের, বহিরপ্রকাশে!
মানুষকে সম্মান দিলে,
অপরজন তাকে সম্মান দেবে,
এটাই পৃথিবীর নীতি যুক্ত প্রথা বলে ।
মুক্তআলো২৪.কম
আরও পড়ুন
মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত
- মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’
- মাসুম বাদল এর কবিতা
ফের যদি ডেকে উঠতো’ - এ কে দাস মৃদুল এর কবিতা-
‘শীতল হবো যুগল চোখের শ্রাবণে’ - মালিহা হক এর কবিতা-
`বোরখার আত্মকথা` - কবি মোঃ সরোয়ার জাহান এর প্রেমের কবিতা ‘মধ্যরাতে হঠাৎ’
- প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত
- বারবার শপ
কবি কাজী জহিরুল ইসলাম এর একটি কবিতা - মোঃ সরোয়ার জাহান এর নতুন প্রেমের কাবিতা
‘মেমসাহেব’ - কবিতা-১০
কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯ - সৌভিক দা`র কবিতা
বিক্রিত পন্য ফেরত লওয়া হয় না... - মৌসুমী সেন এর কবিতা-
`মানদণ্ড` - পৃথা রায় চৌধুরী`র কবিতা-
`ফাটল` - নীল আলো`র কবিতা-
`ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে` - সরোয়ার জাহান এর কবিতা-
‘বিনীত বেদনা…০২’ - কবি মোঃ সরোয়ার জাহান এর কবিতা ‘রীতিনীতি’