ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
Breaking:
দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর      তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে : মির্জা ফখরুল        বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান        ‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে অনুরোধ মোদির : বিক্রম মিশ্রি     
২৩৮৫

কালশী রোডে ওয়ালটন শো-রুম উদ্বোধন হলো মিরপুরের

অনলাইন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

 

কালশী রোডে ওয়ালটন শো-রুম উদ্বোধন হলো মিরপুরের

 


উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের শো-রুম "ওয়ালটন প্লাজা (এসটি) ঢাকার পল্লবী, মিরপুরে ৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখ। এই শো-রুমে পাওয়া যাবে বিশ্বের সর্বোচ্চ ও আধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। এই শো-রুমের উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (বিপণন) জনাব এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) জনাব মো. হুমায়ুন কবীর, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক (বিপণন) জনাব মওদুদ পারভেজ মামুন, সহকারী পরিচালক (বিপণন) শওকত আলী সৈকত, সিনিয়র এজিএম (বিপণন) মো. জহিরুল ইসলাম, সিনিয়র এজিএম রেজাউল করিম রনি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ওয়ালটন পরিবার চেষ্টা করছে সম্মানিত ভোক্তাদের রুচি, পছন্দ অনুযায়ী টেকসই অথচ সাশ্রয়ীমূল্যে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি ঘরে পণ্যসামগ্রী পৌঁছে দেবার। দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বমানের ওয়ালটন পণ্য সারা বিশ্বে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশপ্রেমিক নাগরিকদের দেশীয় পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত