ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
শপথ নিলেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিডার        ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত        অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি        এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের `থ্রি জিরো তত্ত্ব`     
৬৫

জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব: ডা. শফিকুর

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪  

জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব: ডা. শফিকুর

জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব: ডা. শফিকুর


বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব।’ এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে কোনো দল যেন ভিন্ন পথে হাঁটতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।' 

গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আজ শুক্রবার (২৫ অক্টোবর) এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। 
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি আমার এবং সব রাজনৈতিক দলকে সতর্ক করে বলতে চাই, জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন কেউ না দাঁড়াই।
আমাদের অবশ্যই জনগণের পক্ষে শক্ত করে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে, সেই দাবিকে পাশ কাটানোর চেষ্টা বা দু:সাহস আমরা যেন কেউ না দেখাই।’ 

তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা আমাদের কলিজার টুকরা। তাদের দাবি ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’ অথাৎ আমরা সুবিচার চাই।

সুবিচার যে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেখানে ডাকাত এবং চোরের কোনো জায়গা নেই। সেখানে সম্পদ লুট করে বিদেশে পাচারের কোনো সুযোগ নেই। যেখানে সুবিচার প্রতিষ্ঠিত হবে সেখানে ঘুষের রমরমা বাণিজ্য চলবে না।’ 

জাতীয় সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আমরা বলেছি, দল এবং ধর্ম যার যার, দেশ আমাদের সবার।
দেশের মৌলিক স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভাজন এই জাতি কামনা করে না। সংকট এসেছে, সংকট আছে, সংকট থাকবে। সব জাতীয় সংকট ঐক্যবদ্ধভাবে এ জাতি মোকাবিলা করা হবে।’

তিনি বিগত সরকারের নানা অপকর্মের কথা তুলে ধরে বলেন, ‘আগের সরকারের মন্ত্রীরা, এমনকি অর্থমন্ত্রী একসময় বলত, ‘ঘুষকে এখন ঘুষ বলা ঠিক হবে না। এটাকে স্পিড মানি বলতে হবে।
তারা ঘুষকে এভাবে জাতীয়করন করেছিলেন ঘোষণা দিয়ে।’ আরেক মন্ত্রী বলতেন,  ‘আমার মন্ত্রণালয়ে ঘুষ খাবেন, কিন্ত একটু কম করে নিয়েন।’

বিচার ব্যবস্থা প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ‘একটা নাগরিক যে পর্যায়ের, যে দলের বা ধর্মের হউক তিনি আদালতে গেলে ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার বঞ্চিত হবেন না। কারো টেলিফোনের কারণে একজন নাগরিকের জীবনে অত্যাচারের স্টিমরোলার না চলে। বিচার প্রার্থীকে ন্যায় বিচারের জন্য এ দুয়ার থেকে সে দুয়ারে ঘুরবে না হয়। বিচার কারো মুখ দেখে কিংবা কারো টেলিফোনে প্রভাবিত হবে না ইনশাল্লাহ।’
গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গির আলমের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. সফি উদ্দিন, জেলা নায়েবে আমির আব্দুল হাকিম ও মাওলানা সেফাউল হক, জেলা সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বস, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, সেক্রেটারী আবু সাইদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। 






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত