ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা        সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া        সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির     
৩০৬০

নীল আলো`র কবিতা-

`ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে`

নীল আলো

প্রকাশিত: ২৫ জুন ২০১৪   আপডেট: ১৭ জুলাই ২০১৪

তুমি আমাকে যতটাই বিভ্রান্ত কর
ততটাই মুগ্ধতার আবর্তনে ঢাকো
আমি বিচলিত হই ,
পাওয়া না পাওয়া থাকে আমার দু`হাতে
হৃদয় খানখান হয় দুই ভাগে,
তবু চায়না মন মুক্তি নিতে বল-
কেন দ্বিধা কাঁপে মনেতে ?

 
আমার ছোট্ট চালাঘরের আঙি্নায়
সাঝানো তোমার জন্যে থরে থরে ভালোবাসা
আসবে বলে- খবর পাই প্রতি রাতে,
ভালোবাসার দায় আছে তাই,
পারিনা দূরে হারাতে
পারবে কি দু`চোঁখে রাখতে ?

 
ভালোবাসা দাঁড়িয়েছে গভীর অভিমানে
নিশ্বাসে ঝরে দু`টি চোঁখ
মেঘ বাতাসও বুকে চাবুক মারে
গোধুলির পাখি হেসে নীরে ফিরে যায়
প্রকৃতির অন্তরের লাভা গড়িয়ে এসে
আমায় পুড়িয়ে দেয়—
নূড়ির আঘাতও মনে হয় অসহনীয়
তুমি কি আসবে প্রিয় ?

 
গহীনের ঝড় আসে তুমুল বন্যাবেগে
পথের সন্ধানে নামে রক্ত আলো
কবে কোনদিন হারিয়েছি চৌদিক
বিলিয়ে দিয়েছি প্রানাবেগ—
মনের জানালায় গান গায় দুষ্টু পাখি
বলে- ভালোবাসা কি হারায় সখি ;
পাওনি এখনো কিছু হারানোতো দূরে
হৃদয় মগজ কাঁদে কোন সুরে !
মুগ্ধতার আবর্তনে ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে-
তুমিও কি আমাকে ?
===============

 

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত