ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
Breaking:
দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর      তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে : মির্জা ফখরুল        বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান        ‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে অনুরোধ মোদির : বিক্রম মিশ্রি     
১৯০

টাইমের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪  

মুক্তআলো২৪.কম

মুক্তআলো২৪.কম

টাইম ম্যাগাজিন বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।  

টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস পাঠকদের উদ্দেশে লেখা একটি চিঠিতে বলেছেন, ‘ঐতিহাসিক পরিমাপে ফিরে আসার নেতৃত্ব দেওয়ার জন্য, এক প্রজন্মে একবার ঘটে যাওয়া রাজনৈতিক পুনর্গঠন চালিয়ে নেওয়ার জন্য, মার্কিন প্রেসিডেন্সিকে পুনর্গঠিত করার জন্য ও বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের টাইমের বর্ষসেরা ব্যক্তি।’

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে এই সম্মান উদযাপন করবেন নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। তার সঙ্গে উপস্থিত থাকবেন তার পরিবারের বেশ কয়েকজন সদস্য।
 

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রথমবারের মতো টাইম বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন। ১৯২৭ সালে শুরু হওয়া টাইম ম্যাগাজিনের এই প্রথা সেই ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বছরের ঘটনাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, তা ভালো বা খারাপ যা-ই হোক না কেন। প্রথমে এটি ‘ম্যান অব দ্য ইয়ার’ নামে পরিচিত ছিল।

পূর্ববর্তী বর্ষসেরা বিজয়ীদের মধ্যে রয়েছেন জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার সিইও মার্ক জাকারবার্গ, পোপ ফ্রান্সিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
টাইম ম্যাগাজিনের সম্পাদকরা এই পুরস্কারটি কে পাবেন তা সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই বছর বর্ষসেরা ব্যক্তি নির্বাচন করার জন্য ম্যাগাজিন ১০ জনকে বিবেচনায় এনেছিল, যাদের মধ্যে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রিন্সেস অব ওয়েলস ও টেসলার সিইও ইলন মাস্ক। ইলন মাস্ক বর্তমানে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও একটি পরামর্শদাতা বোর্ডের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত হয়েছেন, যা ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে পরিচিত।

টাইম তাদের চূড়ান্ত প্রার্থীদের তালিকায় ট্রাম্পকে বর্ণনা করে বলেছিল, তিনি ২০২৪ সালের নির্বাচনে একটি ‘চমকপ্রদ রাজনৈতিক প্রত্যাবর্তনের’ মাধ্যমে জয়ী হয়েছেন।
টাইম বলেছে, ‘তিনি (ট্রাম্প) মার্কিন ভোটারদের নতুনভাবে সংগঠিত করেছেন, বিশেষ করে তরুণ পুরুষ ভোটারদের সক্রিয় করেছেন, যারা তাকে পপুলার ভোটে প্রথমবারের মতো জয়ী হতে দেখেছেন এবং প্রতিটি সুইং স্টেটকে লাল করে দিয়েছেন।’

‘তার ২০২৪ সালের জয় বহু দিক থেকে ইতিহাস গড়েছে : তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট এবং এ বছর নিউ ইয়র্কের একটি জুরিতে ৩৪টি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম অপরাধী, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’

এই বছর প্রচারণার সময় এপ্রিল মাসে টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি তার দ্বিতীয় মেয়াদের পরিকল্পনা নিয়ে কথা বলেন। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থার সংস্কার ও লক্ষাধিক মানুষকে নির্বাসিত করার লক্ষ্য উল্লেখ করেন।







 

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত