ডা.স্বপ্নীল ওঙ্কা গ্লোবাল হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড এ ভূষিত
মুক্তআলো২৪.কম
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)
“ওঙ্কা গ্লোবাল হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২০” এ ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
সম্প্রতি ১৭তম “ওঙ্কা বিশ্ব গ্রামীণ স্বাস্থ্য সম্মেলন-২০২০-এ এই পুরস্কার ঘোষণা করা হয়। ওঙ্কা হলো “ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ ফ্যামিলি ফিজিশিয়ানস”- এর সংক্ষিপ্ত রূপ।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেসবুকে নিজের টাইমলাইনে এক পোস্টে অধ্যাপক মামুন আল মাহতাব বলেন, “এই সম্মান দেওয়ার জন্য আমি ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব ফ্যামিলি ফিজিশিয়ান্সের (ওঙ্কা) কাছে কৃতজ্ঞ।”
ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস সম্পন্ন করেন। এর পর ১৯৯৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রো-অ্যান্টারোলজিতে এমএসসি করেন। ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে হেপাটোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন।
বর্ণিল কর্মজীবনঃ
পেশাগত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড, গবেষণা এবং লেখালেখির সঙ্গে জড়িত আছেন ডা. মামুন-আল-মাহতাব। তিনি লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ বাংলাদেশ এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ইউরোশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশের চেয়ারম্যান, বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তআলো২৪.কম
- ঈদে
“অনলাইনে কেনাকাটার নতুন দিগন্ত নক্ষত্র ই-কমার্স” - আজ পয়লা ফাল্গুন
- স্তন ক্যান্সারের কি ঝুঁকি রয়েছে রাতে ঘুমানোর সময় ব্রেসিয়ার পরায়?
- অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে বলা হয় ‘বদলে দেওয়ার নায়ক’
- সমুদ্রজয় ১৯,৪৬৭ বর্গকিমি
- প্রতিদিনের সাধারণ কাজের তালিকা সফল ব্যক্তিদের
- মস্তিষ্ক সুস্থ ও ভালো রাখার কিছু উপায় !
- ‘মাটমাটা’ গুহাবাড়ির শহর
- তরুনদের যথাযথ দক্ষতা বিকাশের প্রত্যয় নিয়ে ‘যুব শক্তি এবং সংযোগ’
- ১৯৭১ সালের ৩ মার্চ পল্টনের সমাবেশে অসহযোগের ডাকদিলেন বঙ্গবন্ধু
- মধ্যবয়স্ক নারীদের প্রতি আকৃষ্ট হয় ছেলেরা যে কারণে
- এক অদেখা চিত্র মহাকাশের
- আকর্ষণীয় ফিচার আইফোন ৬ ও ৬ প্লাসের
- বিস্ময়কর সার্ফিং ৬ বছরের শিশুর!
- ফ্যাশন মডেল দর্শক থেকে