ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির      লেবাননের যুদ্ধবিরতি চুক্তি এক ‘সুসংবাদ’ : বাইডেন      মার্কিন দূতাবাসে খালেদা জিয়া     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা বলল ভারতের কংগ্রেস        রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম        এডভোকেট আলিফের খুনিদের কঠোর শাস্তি হবে : নাহিদ ইসলাম        আইনজীবী সাইফুল হত্যার ভিডিও দেখে গ্রেপ্তার ৬ : প্রধান উপদেষ্টার প্রেস উইং        সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ফখরুল     
১৭৫

দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে: আইজিপি

প্রকাশিত: ১৯ মে ২০২৪  

দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে: আইজিপি

দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে: আইজিপি


প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন প্রায় নির্মূল করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও অপরাধ নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা গেছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের প্রস্তুতি আছে।’

রবিবার (১৯ মে) দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ প্রধান এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘সারা দেশে জঙ্গিরা এক সঙ্গে ৬৩ জেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে জানান দিয়েছিল তাদের সেই সক্ষমতা রয়েছে। তাদের সেই দৃষ্টতাকে কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বলিনা যে আমরা পুরোপুরি নির্মূল করেছি। যেকোনো অপরাধ নির্মূল করা হয়তো সম্ভব না তবে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

আগামী দিনে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনে যথাযথভাবে পেশাদারিত্বের সঙ্গে আমাদের সকল সদস্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছি। বাংলাদেশ পুলিশের সামনে যে কোনো চ্যালেঞ্জ আসলে সে চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।’

নির্বাচনী দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচিন কমিশন যেভাবে আমাদের নির্দেশনা দেবে তা আলোকে নির্বাচনী দায়িত্ব পালনে আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া আছে। অতীতেও আমরা নির্বাচনী দায়িত্ব পালন করেছি।
আপনাদের সহযোগিতা পেয়েছি। দায়িত্ব পালন করে প্রশংসীতও হয়েছি।’

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘যুগপযোগী প্রশিক্ষণ এবং আধুনিকায়ন করছি। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে করবেন। এর মধ্যে ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশের।

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত