ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগদান করবেন পররাষ্ট্র উপদেষ্টা        পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের        পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা     
৩২০৭

নরম কাপড় চাই গরমে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০১৪   আপডেট: ১২ মে ২০১৪

সংগৃহীত অনলাইন

সংগৃহীত অনলাইন

রং আর নকশায় নতুনত্ব এনে ফ্যাশন ডিজাইনাররা ছেলেদের জন্য গ্রীষ্মের পোশাক সংগ্রহও সাজিয়েছেন দারুণভাবে। রোদের দাপট চলছে এখন। পোশাকের বেলায় তাই এখন পছন্দে এগিয়ে আছে সুতি কাপড়ের পোশাক। যতটা সম্ভব পাতলা আর নরম কাপড়ের পোশাকই এই সময়ে বেশি আরামের। তবে তাতে বৈচিত্র্যের কমতি নেই। বাজার ঘুরে তো তা-ই দেখা গেল।

 ডিজাইনার ইশরাত জাহান বলেন, ‘গ্রীষ্মে ছেলেদের পোশাক যতটা সাধারণ হয়, ততই ভালো। এ সময়ে সুতি কাপড়ে শান্তি মিলবে। চড়া রঙের বদলে একটু কোমল রঙের পোশাক হলেই ভালো। ফতুয়া, শার্ট বা পাঞ্জাবি যা-ই হোক, পাতলা কাপড় বেছে নিতে পারেন।’ বাজারে সুতি কাপড়ের নানা ধরনের পোশাক দেখা যাচ্ছে।বিভিন্ন ফ্যাশন হাউসে কথা বলে জানা যায়, গোল গলার হাতাকাটা ও হাফ হাতা ফতুয়ায় চাহিদা বেশি। এটা আবার সময়ের সঙ্গে অনেকটা স্টাইলিশ পোশাক হিসেবেও তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে।

কথা হয় গানের দল জলের গানের সদস্য জার্নালের সঙ্গে। ঢোলা সুতির প্যান্ট, হাতাকাটা ফতুয়া—এ ধরনের পোশাকেই এখন তাঁকে দেখা যাচ্ছে মঞ্চে। তিনি বলেন, ‘গরমে হাতাকাটা ফতুয়ার সঙ্গে খাটো প্যান্ট পরি। ফতুয়া পরে বাইরে গেলে নিজের বা বন্ধুর ডিজাইন করা ঢোলা প্যান্টও বেছে নিই। প্যান্ট যদি চেক হয়, তাহলে ফতুয়ায় এক রং থাকে। এ ছাড়া এই গ্রীষ্মে বিশেষ কোনো অনুষ্ঠানে গেলে সুতি শার্ট বা পাঞ্জাবি পরি। রঙের ক্ষেত্রে নরম কোনো রং, যা অন্যের চোখেও সহনীয়, এমনটাই বেছে নিই। সঙ্গে মিলিয়ে হাতে বা গলায় পরি নানা রকম জুয়েলারি।’

গ্রীষ্মের সংগ্রহ

পোশাকের দোকানগুলোয় গ্রীষ্মের সংগ্রহও বেশ বড়সড়। সাধারণ শার্ট ছাড়াও নতুন নানা কাটের শার্ট জনপ্রিয়তা পেয়েছে। নিচের দিকে গোল করে কাটা ব্যান্ড কলারের এই শার্টের অর্ধেক বা নিচ পর্যন্ত বোতাম। কোনোটার হাতার নিচে, কলারে বা সামনের দিকে লম্বা করে ওপর-নিচ পর্যন্ত জুড়ে দেওয়া আছে অন্য রং। কোনোটার সামনের দিকে হালকা সুতার কাজ বা প্রিন্টের নকশা। পাঞ্জাবিতে আছে টাইডাই, ব্লকপ্রিন্ট বা বাটিকের নকশা। শার্ট আর ফতুয়ার

 

 

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত