ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১
Breaking:
সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে ১৩৮৩ বেসামরিক নিহত      ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতির জন্য ইউনুস দায় এড়াতে পারেন না        ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই        দাবি আদায়ের নামে রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা: আইজিপি        আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম        জাতিসংঘ মহাসচিব ঢাকায় পৌঁছেছেন     
১১১

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিচ্ছেন জায়মা রহমান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫  

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিচ্ছেন জায়মা রহমান

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিচ্ছেন জায়মা রহমান


যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন- বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে দুপুরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কাছে জায়মা রহমানের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 

জায়মা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন কিনা?- বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, ‘হ্যাঁ, জায়মা রহমান যাচ্ছেন।’

তিনি বলেন, ‘এ অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন না। তবে তার পক্ষ থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন তার মেয়ে জায়মা রহমান। তাকে ‘রিপ্রেজেন্ট’ করবেন তার মেয়ে জায়মা রহমান। তিনি লন্ডন থেকে যোগ দেবেন।’   

এসময় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমরা আমন্ত্রিত হয়েছি। আমরা সেখানে যাচ্ছি। সাইডলাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে বিএনপি’র তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

গত ১১ জানুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত