ঢাকা, ০৯ এপ্রিল, ২০২৫ || ২৬ চৈত্র ১৪৩১
Breaking:
মার্কিন শুল্কারোপ ৩ মাসের স্থগিতাদেশ চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি ড. মুহাম্মদ ইউনূসের      পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সাধারণ ধর্মঘট     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কাঠগড়ায় ক্ষিপ্ত হয়ে চিৎকার করলেন হাজি সেলিম        দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চবিতে        বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা’     
২৫৮১

পাবনায় কুপিয়ে হত্যা স্কুলছাত্রকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৪   আপডেট: ২০ আগস্ট ২০১৪

ছবি প্রতিকী।

ছবি প্রতিকী।

এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পাবনার ফরিদপুরে সজিব হোসেন (১৩) নামে । শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। রোববার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।সজিব উপজেলার রতনপুর গ্রামের আছাব আলীর ছেলে। সে ডেমরা জয়নাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় সজিব। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি।
রোববার রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে কাশবনের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। সজিবের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
 ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এ হত্যার কোনো রহস্য পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ‘সূত্র ইন্টারনেট’

 

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত