ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ || ৩০ চৈত্র ১৪৩১
Breaking:
পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ লেখা পুনঃপ্রবর্তন করলো বাংলাদেশ      আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার        শিল্পখাতে গ্যাসের দাম বাড়লো ৩৩ শতাংশ        জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান : তারেক রহমান        সেনাপ্রধান সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত     
২৫৩৮

পাবনায় আইনজীবীর মৃত্যু ট্রাকচাপায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৪   আপডেট: ২০ আগস্ট ২০১৪

ছবি প্রতিকী।

ছবি প্রতিকী।

পাবনা জজ কোর্টের আইনজীবী এমদাদুল হকের (৭০) মৃত্যু হয়েছে পাবনায় ট্রাকের চাপায় ।বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, সন্ধ্যা ৬টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ট্রাকের চাপায় আহত হন তিনি।নিহত এমদাদুল হক পাবনা শহরের বিআরটিসি শিবরামপুর মহল্লার ওসমান গনির ছেলে।

অ্যাডভোকেট এমদাদুল হকের ভাতিজা মাসুদ রানা জানান, সন্ধ্যায় তিনি পাবনা মনসুরাবাদ উপশহরের ছেলের বাসা থেকে শিবরামপুর নিজ বাসায় ফিরছিলেন। পাবনা কেন্দ্রীয় বাসটার্মিনালের কাছে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে রাত সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাবনা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।‘সূত্রঅনলাইন’

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত