ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগদান করবেন পররাষ্ট্র উপদেষ্টা        পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের        পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা     
২৬৯৫

‘প্যারিসে বৃহত্তর চট্টগ্রাম পরিষদের ঐতিহ্যবাহী মেজবান’

ফ্রান্সের বিশেষ সংবাদদাতা `দোলন মাহমুদ`

প্রকাশিত: ১০ জুন ২০১৪   আপডেট: ৬ জুলাই ২০১৪

প্যারিসে বৃহত্তর চট্টগ্রাম পরিষদের ঐতিহ্যবাহী মেজবান/প্রীতিভোজ আয়োজন। মেজবান বৃহত্তর চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওত:প্রোতভাবে জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামবাসী এ ঐতিহ্য লালন করে আসছে। বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করার পরও নিজ দেশ ও অঞ্চলের ঐতিহ্য লালন করার জন্য বৃহত্তর চট্টগ্রামবাসীদের দেশপ্রেম আমাদের মুগ্ধ করে। তাদের এ ঐক্যবদ্ধ প্রয়াস দেশ ও জাতির আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। বৃহত্তর চট্টগ্রাম পরিষদ, ফ্রান্সের উদ্যোগে আয়োজিত মেজবান ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এসব কথা বলেন। গতকাল ৮ই জুন রোববার ফ্রান্সের লা কুরনেভ শহরের রুবি নামক একটি হোটেলে মেজবান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স সফররত জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী। ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের পর আলোচনা সভার প্রারম্ভে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানের ইতিহাস ও বৃহত্তর চট্টগ্রাম পরিষদের কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরন তুলে ধরেন পরিষদের সাধারন সম্পাদক মিঠু কুমার বড়ুয়া। বৃহত্তর চট্টগ্রাম পরিষদের সভাপতি শাহনেওয়াজ রশীদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত ও ফেরদৌসী রীমার উপস্থাপনায় বক্তব্য রাখেন প্যারিসের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিল মিয়া, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ভার তাহের, আশরাফুল ইসলাম, বিকশিত নারী সংঘের সভানেত্রী তৌফিকা শাহেদ, সাধারন সম্পাদিকা শিউলী গিয়াস, ফেনী জেলা সমিতির সভাপতি কামাল উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবলু বড়ুয়া, পারভেজ রশীদ খান প্রমুখ। বক্তারা এ ধরনের একটি অনুষ্ঠানের মাধ্যমে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশীদের একত্রিত করার জন্য বৃহত্তর চট্টগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশীরা জাতীয় ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এক কাতারে দাড়ানোর মানসিকতা পোষন করে। বিদেশের মাটিতে দেশের সম্মান বাড়ানোর জন্য এ ধরনের অনুষ্ঠানের কোন বিকল্প নেই। আগামীতে আরো বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা জানান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্যারিসে অবস্থানরত বাংলাদেশী শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত