ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ || ১২ পৌষ ১৪৩১
Breaking:
মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট      উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমে      আরো এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমার সময়     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে: পরিবেশ উপদেষ্টা        দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যা বললেন জয়        খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার        সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির     
৩৮৪৬

প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত

প্লাবন্তী জামান ইতি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ১০ অক্টোবর ২০১৮

প্লাবন্তী জামান ইতি

প্লাবন্তী জামান ইতি

তুমি আমায় নাকি মুক্ত করেছো?
তোমার ভালোবাসার বাঁধন হতে,
তবে আমি তোমাতে কেনো আঁকড়ে আছি
লুকিয়ে স্বপ্ন দেখছি তোমার মাঝে।
 
তোমার দেহের সুগন্ধে
আমায় গ্রাস করছে প্রাকৃতিক রুপে,
আমি হারিয়েছি তোমার ভালোবাসাতে।
তাই তো তুমি যেখানে মুক্ত করছো,
সেখানে আমি পাচ্ছি পায়ের বেড়ি।
তুমি আমায় নাকি মুক্ত করেছো??
 
তোমার ভালোবাসার বাঁধন হতে,
আমি কেনো তবে ভালোবাসা মরি
দুই হাত বাড়িয়ে তোমায় ইশারা করি।

মুক্ত করে ফিরবে তুমি জানি
শুধু বৃথায় কষ্ট করছি আমি,
তোমার এই বহুরুপী ভালোবাসা
এই দু`চোখে জল ভাসাবে জানি।

আমার দু`চোখের জল বৃথাই
মুক্ত প্লাবন ধারায় তোমার ভালোবাসার এক ইশারা
মুক্ত করে ও আমায় যুক্ত করেছো তোমার ভালোবাসা বাঁধন ধারায়।

 

 

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত