ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে অগ্নিকান্ডে বাংলাদেশী নিহত
ফ্রান্সের বিশেষ সংবাদদাতা `দোলন মাহমুদ`
ফ্রান্সের ওভারভিলিয়ে শহরের ক্যাতসীমা নামক এলাকায় (১৬ রুই দা পোষ্টস) আটতলা একটি ভবনে আগুন লেগেছে।
ফ্রান্সের ওভারভিলিয়ে শহরের ক্যাতসীমা নামক এলাকায় (১৬ রুই দা পোষ্টস) আটতলা একটি ভবনে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ অগ্নিকান্ডের দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। তার মধ্যে বাংলাদেশী একজন। স্থানীয় বিকেল আট ঘটিকার সময় (বাংলাদেশ সময় রাত ১২টা) এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায় যে, ওই ভবনের কয়েকটি তলায় সাতটি বাঙালী মেস ও চারটি বাঙালী পরিবার এবং আফ্রিকান কয়েকটা পরিবার বসবাস করেন। প্রায় ১৫০ জনের মত মানুষ এই ভবনটিতে বসবাস করেন। প্রত্যক্ষদশর্ী তায়েব আব্দুল্লাহ ও জিলু জানান যে, দুইজন বাংলাদেশী এই অগ্নিকান্ডে আহত হয়েছে, তার একজনের নাম আব্দুর আল মামুন তার দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে এবং অন্যজন সাইফুর রহমান তার দেশের বাড়ি মৌলভীবাজারের বড়লেখাতে। জানাযায় যে, আব্দুর আল মামুন ও সাইফুর রহমান তারা ভবনটির ৪থর্ তলাতে একটি মেসে বসবাস করতেন। আগুন লাগার পর তারা সিড়ি দিয়ে প্রথমে নামার চেষ্টা করে,,সিড়িতে আসতেই ধুয়া দেখে তারা বাঁচার জন্য ভবনটি থেকে লাফ দিয়ে আহত হয়। তবে দুজনের মধ্যে আব্দুর আল মামুন গুরুত্বর আহত, ধারনা করা হচ্ছে যে, আব্দুর আল মামুন হাসপাতালে নেবার পর মারা গেছেন। প্রত্যক্ষদশর্ীরা আরো জানান যে, আফ্রিকান একজন মহিলা আগুনের ভয়ে বাঁচার আশায় ভবন থেকে লাফ দিলে তৎক্ষনাত মারা যান। প্যারিস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।
- এম আর ফারজানা`র কবিতা-
`পতিতা` - প্যারিসে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান লাঞ্ছিত
- ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্স এর মিলন মেলা
- ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে অগ্নিকান্ডে বাংলাদেশী নিহত
- ফরাসী সম্মানসূচক নাইট উপাধি পেলেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ
- দোলন মাহমুদ এর কবিতা-
`বসন্ত দেখ, নীল কষ্ট দেখনা` - ১৮ মে ফ্রান্সে,
‘কাজী নজরুল ইসলাম`’ এর ১১৫ তম জন্ম বার্ষিকী উদযাপন! - আব্দুস সাত্তারের পিএইচডি ডিগ্রী অর্জন
- ‘প্যারিসে বৃহত্তর চট্টগ্রাম পরিষদের ঐতিহ্যবাহী মেজবান’
- ইউরোপের মাটি পতুর্গালে প্রতিষ্ঠিত হল আরেকটি বাংলাদেশী জামে মসজিদ
- দোলন মাহমুদ এর কবিতা-
`জীবনের বিচিত্রতা` - মালিহা হক এর কবিতা-
`কী হবে আর মনে রেখে` - কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-কবিতা
`পাখি...` - কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-
কিছু কথা না বললেই নয়...(০৯) - প্যারিসে নিষেধাজ্ঞা অমান্য করে ইস্রাইল বিরোধী বিক্ষোভ,সংঘর্ষ-আটক ৩৩