ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
Breaking:
দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর      তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে : মির্জা ফখরুল        বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান        ‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে অনুরোধ মোদির : বিক্রম মিশ্রি     
৩৪০৩

ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে অগ্নিকান্ডে বাংলাদেশী নিহত

ফ্রান্সের বিশেষ সংবাদদাতা `দোলন মাহমুদ`

প্রকাশিত: ৮ জুন ২০১৪   আপডেট: ২১ জুন ২০১৪

ফ্রান্সের ওভারভিলিয়ে শহরের ক্যাতসীমা নামক এলাকায় (১৬ রুই দা পোষ্টস) আটতলা একটি ভবনে আগুন লেগেছে।

ফ্রান্সের ওভারভিলিয়ে শহরের ক্যাতসীমা নামক এলাকায় (১৬ রুই দা পোষ্টস) আটতলা একটি ভবনে আগুন লেগেছে।

ফ্রান্সের ওভারভিলিয়ে শহরের ক্যাতসীমা নামক এলাকায় (১৬ রুই দা পোষ্টস) আটতলা একটি ভবনে আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ অগ্নিকান্ডের দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। তার মধ্যে বাংলাদেশী একজন। স্থানীয় বিকেল আট ঘটিকার সময় (বাংলাদেশ সময় রাত ১২টা) এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায় যে, ওই ভবনের কয়েকটি তলায় সাতটি বাঙালী মেস ও চারটি বাঙালী পরিবার এবং আফ্রিকান কয়েকটা পরিবার বসবাস করেন। প্রায় ১৫০ জনের মত মানুষ এই ভবনটিতে বসবাস করেন। প্রত্যক্ষদশর্ী তায়েব আব্দুল্লাহ ও জিলু জানান যে, দুইজন বাংলাদেশী এই অগ্নিকান্ডে আহত হয়েছে, তার একজনের নাম আব্দুর আল মামুন তার দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে এবং অন্যজন সাইফুর রহমান তার দেশের বাড়ি মৌলভীবাজারের বড়লেখাতে। জানাযায় যে, আব্দুর আল মামুন ও সাইফুর রহমান তারা ভবনটির ৪থর্ তলাতে একটি মেসে বসবাস করতেন। আগুন লাগার পর তারা সিড়ি দিয়ে প্রথমে নামার চেষ্টা করে,,সিড়িতে আসতেই ধুয়া দেখে তারা বাঁচার জন্য ভবনটি থেকে লাফ দিয়ে আহত হয়। তবে দুজনের মধ্যে আব্দুর আল মামুন গুরুত্বর আহত, ধারনা করা হচ্ছে যে, আব্দুর আল মামুন হাসপাতালে নেবার পর মারা গেছেন। প্রত্যক্ষদশর্ীরা আরো জানান যে, আফ্রিকান একজন মহিলা আগুনের ভয়ে বাঁচার আশায় ভবন থেকে লাফ দিলে তৎক্ষনাত মারা যান। প্যারিস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত