ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
Breaking:
দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর      তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে : মির্জা ফখরুল        বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান        ‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে অনুরোধ মোদির : বিক্রম মিশ্রি     
৮৮৭

বাপ্পি লাহিড়ীর জীবনের জানা-অজানা আট

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  


চেহারার মতোই রঙিন ছিল বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর জীবন। ৬৯ বছরে আচমকা বিদায় নিলেন তিনি।
রেখে গেলেন ভারতীয় সিনেমাকে দেওয়া একেবারে নতুন ধরনের সুরের ঘরানা। শুধুই কি সুর-তাল-লয়? তার বাইরেও বাপ্পি লাহিড়ির জীবন রীতিমতো রঙিন। সেই রঙিন ঘটনাগুলোর মধ্যে অনেক অজানা বিষয় থেকে যায়। চলুন জেনে নেওয়া যাক তারা জীবনের জানা-অজানা কিছু বিষয়।

 
১. জন্মসূত্রে নাম ছিল অলকেশ। সিনেমার জগতে আসার পরে নাম নেন বাপ্পি। ছেলের নাম অরুণেশ। একবার মজা করে বলেছিলেন, এই ধারা চলতে থাকলে, পরের জনের নাম হবে স্যুট কেস।

২. ১৯৮৩ থেকে ১৯৮৫ সালের মধ্যে ১২টি সুপার-হিট জুবিলি সিনেমার সুর দেন তিনি। যেটি একটি রেকর্ড।
দিনে সর্বাধিক গানের রেকর্ডিং আছে তার।

৩. বছরে সর্বাধিক গানের রেকর্ডের জন্যও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তার। ১৯৮৬ সালে তিনি ৩৩টি ছবির জন্য ১৮৬টি গান রেকর্ড করেন।


৪. কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ির মামা। চলচ্চিত্র জগতে কাজ করতে আসার সুযোগ হয়েছিল মামার কারণেই।

৫. একমাত্র ভারতীয় সুরকার তিনি, যাকে বিবিসি লন্ডনের হয়ে লাইভ পারফরম্যান্সের অনুরোধ জানান জোনাথন রস।

৬. ‘জাস্টিস ফর উইডোজ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে তাকে ‘হাউজ অব লর্ডস’-এর সম্মান দেয়।

৭. শোনা যায়, তার কাছে নাকি ১৭ লক্ষ টাকার চেয়েও বেশি দামের সোনার গয়না আছে।

৮. ২০১১ সালে আমেরিকান আইডল-জীয় শন বারোজের সঙ্গে তিনি ‘ওয়াকিং অন লাভ স্ট্রিট’ বলে একটি অ্যালবাম করেন।


 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত