বেড়ায় অগ্রণী ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে দশ লক্ষ টাকা আদায়ের
মুক্তআলো২৪.কম
বেড়ায় অগ্রণী ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে নিয়ম বর্হিভূত দশ লক্ষ টাকা আদায়ের চেষ্টা, টাকা না দিতে অস্বীকার করায় হত্যার হুমকি, থানায় মামলা।
পাবনা বেড়া প্রতিনিধি: পাবনা বেড়ায় অগ্রণী ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে দশ লক্ষ টাকা আদায়ের চেষ্টা, টাকা দিতে অস্বীকার করায় মারধর ও হত্যার হুমকি, থানায় মামলা।
বেড়া পৌর মহল্লার হোসেন মোল্লার ছেলে ভুষি ব্যাবসায়ি ফুলমিয়া ও তার কর্মচারী লিখন এর বিরুদ্ধে থানায় মামলা করেছে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মনজুর হাসান ।
থানা ও ব্যাংক সূত্রে জানা যায় গত ২৯/০৫/২০২৩ সালের ফুলমিয়া বেড়া অগ্রণী ব্যাংক শাখায় যায়। ম্যানেজারকে নিয়ম বর্হিভূত অনিয়মে ১০ লক্ষ টাকা ধার চেয়ে বসে। ম্যানেজার ফুলমিয়াকে সাফ সাফ জানিয়ে দেন ব্যাংক থেকে অনিয়মে টাকা দেওয়া যাবে না। এ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে, টাকা উত্তলনের সুযোগ নেই, তার পরেও ফুলমিয়া জোর করতে থাকে । ম্যানেজার টাকা দিতে অস্বিকার করলে ফুলমিয়া রেগে যান। কথা কাটাকাটির একপর্যায়ে ম্যানেজারকে স্ট্যাপলার মেশিন দিয়ে ঢিল মারেন যা অল্পের জন্য ম্যানেজারের মাথায় লাগেনি। পরে তাকে মারধরের চেষ্টা করেন, ব্যাংকের গার্ড ও আনসার সদস্যের হস্তক্ষেপে ফুলমিয়াকে ছাড়িয়ে দেয়, পরক্ষনে ফুলমিয়া ম্যানেজার মনজুর হাসানকে গাল মন্দ ও হত্যার হুমকি দিয়ে চলে যান। বেড়া অগ্রণী শাখা ব্যবস্থাপক মনজুর হাসান বলেন নিয়ম বর্হিভূত দশ লক্ষ টাকা না দেওয়ায় সে আমাকে মারধরের চেষ্টা ও লাঞ্চিত করেছে। প্রতি নিয়ত আমাকে হত্যার হুমকি ধামকি দিচ্ছে, ব্যাংকের বাইরে গেলে রাস্তা রোধ করে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করছে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আটক করে জেলে প্রেরণ করা হয়েছিল, জামিনে এসে আবারও আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমাকে নাজেহাল করার জন্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে নানা ভাবে মিথ্যা অভিযোগ করছে। বেড়া মডেল থানা ওসি মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামিকে আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। দ্রুত মামলার চার্জশিট দেওয়া হবে।
মুক্তআলো২৪.কম
- কিরণ ব্যাপারীর কাছে জিম্মি বেড়ার সাধারণ মানুষ
- নৌকা আমাদের বিজয়ের প্রতীক:এ্যাড.শামসুল হক টুকু
- সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন :এ্যাড.শামসুল হক টুকু এমপি
- অগ্নিকাণ্ড বেড়া পাওয়ার প্লান্টে, ১টি ইঞ্জিন পুড়ে ছাই !
- উড়াল গতিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছেন:এ্যাড. শামসুল হক টুকু
- হরতালে গাড়ি ভাঙচুর পাবনায়
- এ্যাড. শামসুল হক টুকু এমপি`র সহধর্মিনী’র জানাজা নামাজ সম্পূর্ণ
- পাবনায় স্বামীর যাবজ্জীবন স্ত্রী হত্যার দায়ে
- ‘সরিষাপাড়া গ্রামে উঠান বৈঠকেএ্যাড.শামসুল হক টুকু এমপি’
- পাবনা জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ
- পাবনায় আরো ৩ যুবক আটক প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায়
- পাবনায় কুপিয়ে হত্যা স্কুলছাত্রকে
- জামায়াতের প্রচার সম্পাদক গ্রেফতার পাবনা জেলার
- অবশেষে সূচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত হলো
- পাবনায় আইনজীবীর মৃত্যু ট্রাকচাপায়