ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগদান করবেন পররাষ্ট্র উপদেষ্টা        পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের        পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা     
২৩৬২

`ভার্জিনিয়ায় পিপল এন টেকের ইফতার মহফিল`

ওয়াশিংটন ডিসি থেকেঃ আব্দুস সাত্তার

প্রকাশিত: ২০ জুলাই ২০১৪   আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪

উত্তর আমেরিকাতে স্বনামধন্য আইটি প্রশিক্ষন কেন্দ্র পিপল এন টেক`এর আয়োজনে গত ১৩ই জুলাই রবিবার অনুষ্ঠিত হল কমিউনিটি ইফতার মহফিল এবং তথ্য বিনিময় সভা। ভার্জিনিয়ার স্পিরিং হিল, ভিয়েনাস্থ প্রতিষ্ঠানটির প্রধান কার্যলয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পিপল এন টেকের প্রশিক্ষার্থীরা ছাড়াও গ্রেটার ওয়াশিংটনের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করে।

 

পবিত্র রোজা শেষে  ইফতারের মধ্য  দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।   ইফতার শেষে পিপল এন টেকের  প্রেসিডেন্ট ফারহানা হানিফের  স্বাগত  বক্তব্যের মধ্য দিয়ে  সভার কার্যক্রম শুরু হয়।   সভার শুরুতেই পিপল এন টেক`এর সিইও আবু বকর হানিফ উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের আইটি সেক্টরে উৎসাহী করতে  চলমান দুইটি  স্কলারশীপ প্রোগ্রাম  নিয়ে কথা বলেন। ‘ফিমেল ইন ইনফরমেশন টেকনলজি’(এফআইটি) এবং ‘বাংলাদেশ ইন ইনফরমেশন টেকনলজি’(বিআইটি) নামে এই দুইটি স্কলারশীপের সাফল্যের ব্যখ্যা করে   জনাব হানিফ বলেন  পিপল এন্ড টেক  একটি লাভজনক আইটি শিক্ষা প্রতিষ্ঠান হলেও এর একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন বাংলাদেশ থেকে এসে অনেক শিক্ষিত বাংলাদেশী প্রকৃত সুযোগ এবং প্রশিক্ষনের অভাবে অড জব করেই জীবন সংগ্রামে ব্রত হন     পিপল এন টেক  অড জবের অচলায়তন থেকে প্রবাসী বাংলাদেশীদের আইটি  সেক্টরে স্পেশালাইজড হিসাবে প্রশিক্ষিত করে জীবনের নতুন আলোর সন্ধান দিতে সচেষ্ট। এই লক্ষ্যে এই প্রতিষ্ঠান  এ পর্যন্ত অন্তত সহস্রাধিক  প্রশিক্ষার্থীকে জীবনের নতুন ঠিকানা খুজে  দিয়েছেন। 

তবে পিপল এন টেক মনে করে এখানেই শেষ নয়, আরো অনেক কিছু করার আছে। পিপল এন টেক তাদের এই প্রশিক্ষন কার্যক্রম উত্তর আমেরিকার বিভিন্ন রাজ্য ছাড়িয়ে বাংলাদেশেও ব্যপ্তি ঘটিয়েছে। বাংলাদেশের তরুনদের উপযুক্ত প্রশিক্ষন দিয়ে এইচ ওয়ান ভিসাতে এখানে চাকুরীর ব্যবস্থা করছেন। এই ব্যাপারে তিনি   উত্তর আমেরিকার বিভিন্ন সামজিক এবং কমিউনিটি সংগঠনগুলি এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন  পিপল এন টেকের এই সব কার্যক্রমের সাথে যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে পিপল এন টেক এই প্রক্রিয়াকে আরো বেগবান এবং শক্তিশালী করতে সক্ষম হবে।   তিনি প্রতি বছর উওর আমেরিকার প্রতিটি সংগঠন থেকে মনোনীত অন্তত একজনকে এই স্কলারশীপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।   

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে চাকুরী প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।  পিপল এন্ড টেক  থেকে প্রশিক্ষন নিয়ে  সাম্প্রতিক কালে  চাকুরী প্রাপ্ত  সাত জন প্রশিক্ষার্থী তাদের অভিজ্ঞতা এবং অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন।নতুন আলোকিত জীবনে নতুন দিগন্ত উন্মোচনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে সহায়তা করার জন্য পিপল এন টেক, তার সিইও আবু হানিপ এবং প্রেসিডেন্ট ফারহানা হানিপের প্রতি কৃতজ্ঞতা জানান। কমিউনিটি সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ মযহারুল হক, শরাফত হোসেন বাবু, প্রিয়লাল কর্মাকার, আব্দুস সাত্তার, সফি দেলোয়ার কাজল প্রমুখ। সুবিধা বঞ্চিত এই সব প্রবাসীদের জীবনকে আলোকিত করতে, তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে অবদান রাখার জন্য জনাব হানিপ, ফারহানা হানিপ এবং পিপল এন টেকের কর্মী বাহিনীকে বক্তারা ধন্যবাদ জানান।   আলোচনা, পর্যালোচনা আর পরিকল্পনার মধ্যে দিয়ে পিপল এন টেক এবং উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ একটি সফল অনুষ্ঠনের উপসংহার টানেন। নৈশ ভোজে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত