৭০৬০
মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’
কবি -মোঃসরোয়ার জাহান
তোমার হৃদয়ে নেই আর
মেঘেদের সংকেত,
অথচ সারাদিন আমার আকাশে
কেমন জলভরা মেঘ ঘোরে,
হাত ধরে ঠিক উঠে চলে যাবো
বৃষ্টির উঠানে,
যদি কাছে আসো,
রাখো হাত পুরনো দিনের মতো,
পাথর হয়ে শুয়ে আছি বৃষ্টির প্রতিক্ষায়!
আমি তো চাই
বৃষ্টি হোক, বৃষ্টি হয়ে যাক্
ভুল হয়ে গেছে,
হয়তো তেমন বাসতে-পারিনি-ভালো !
বিত্তের বিনাশী চাকায়
কালের যাত্রায়
হয়েছে রক্তাক্ত বহুবার
আমাদের ভালোবাসা!
মানবিক স্বভাবে
আমি যা রেখেছি
যত্নে স্বর্গের গোপন ধাপে ধাপে
দিনের শেষ, তোমার চোখের সূর্যাস্তে
আর হবে না কোন দিন
ছায়াছন্নও হবে না আর মেঘে মেঘ বেলা।
=============================
বি:দ্র:কবি’র ‘বৃষ্টির উঠান’ কবিতাটি ‘বৃষ্টির উঠান’ কাব্যগ্রন্থে প্রকাশিত, অমর একশে গ্রন্থমেলা ২০১৭।
আরও পড়ুন
মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত
- মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’
- মাসুম বাদল এর কবিতা
ফের যদি ডেকে উঠতো’ - এ কে দাস মৃদুল এর কবিতা-
‘শীতল হবো যুগল চোখের শ্রাবণে’ - মালিহা হক এর কবিতা-
`বোরখার আত্মকথা` - কবি মোঃ সরোয়ার জাহান এর প্রেমের কবিতা ‘মধ্যরাতে হঠাৎ’
- প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত
- মোঃ সরোয়ার জাহান এর নতুন প্রেমের কাবিতা
‘মেমসাহেব’ - বারবার শপ
কবি কাজী জহিরুল ইসলাম এর একটি কবিতা - কবিতা-১০
কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯ - সৌভিক দা`র কবিতা
বিক্রিত পন্য ফেরত লওয়া হয় না... - মৌসুমী সেন এর কবিতা-
`মানদণ্ড` - পৃথা রায় চৌধুরী`র কবিতা-
`ফাটল` - নীল আলো`র কবিতা-
`ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে` - সরোয়ার জাহান এর কবিতা-
‘বিনীত বেদনা…০২’ - ফেরদৌস হাসান খান এর কবিতা-
`এ দেশটা তো জল্লাদের নয়`