ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
Breaking:
দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর      তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে : মির্জা ফখরুল        বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান        ‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে অনুরোধ মোদির : বিক্রম মিশ্রি     
৯০৮

রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২  


সরকার আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারন  করেছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে আজ এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘রমজান মাসে  অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।’ এ মাসে জোহর নামাজ পড়ার জন্য দুপুর ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে বলে জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে, রমজান মাসে ব্যাংকগুলোর অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।





মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত