শিক্ষকের বিচারে অস্তুষ্ট হওয়ার ঘটনায়, পায়নার মোজাহার হত্যাকান্ড
মুক্তআলো২৪.কম
বেড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের বিচারে অস্তুষ্ট হওয়ার ঘটনায়, পায়নার মোজাহার হত্যাকান্ড
পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মোজাহার মোল্লা (৭২) কে হত্যার একের পর এক কাহিনীর জট খুলতে শুরু করেছে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর বেড়া হাই স্কুলে বার্ষিকী পরিক্ষার অনুষ্ঠিত হয়। হাই স্কুলে পড়ুয়া নবম শ্রেনীর ছাত্র হাসান পিতা ফজলু ও তার সহপাঠী সৌরভ পিতা পলাশ একই স্কুলে পড়ে। ১৪ নভেম্বর পরিক্ষার হলে দুজন পরিক্ষার খাতা দেখা দেখি করার চেষ্টা করে তাতে হাসান রাজি হয়নি। স্কুল শেষে দুজনে ঝগড়া ও হাতাহাতিতে লিপ্ত হয়। বিষটি শ্রেনী শিক্ষকের সহায়তায় প্রধান শিক্ষিক পর্যন্ত গড়ায় স্কুলের প্রধান শিক্ষক বিচার করে ১শ টাকা জরিমানা করে ।
তার এই বিচারে সৌরভ খুশি ছিল না তার দাবি তার প্রতি অবিচার করা হয়েছে। তাই সে রাগে ক্ষোভে চলে যায় বাড়িতে। পরে এলাকায় গিয়ে ঐ দিন উভয়ের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে এলাকায় বিষটি নিয়ে টানটান উত্তেজনা সৃষ্টিহয়। পরের দিন সৌরভ গ্রুপ তার বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলছিলো তখন হাসান কে দেখে তারা তাদের ধাওয়া করে। এবং দেশীয় অস্ত্রস্তত্র নিয়ে হাসানের বাড়িতে না পেয়ে পাশের বাড়ির মোজাহার মোল্লা নামের নিরহ এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করে।
মৃত মোজাহারের বড় ছেলে রফিকুল ইসলাম জানান স্কুলের পরিক্ষা কে কেন্দ্র করে দুই দলের মধ্যে একটা ধাওয়া পালটা ধাওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং আমার পিতা মোজাহার মোল্লা (৭২) কে একা পেয়ে এলোপাথারী দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। আহত অবস্থায় তাকে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বড় পায়না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহার মোল্লা (৭২) পাবনার বেড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত হারুন মোল্লার ছেলে। এ ঘটনায় ফজর আলী (৫০) পিতা: মৃত আলম উদ্দিন মোল্লা নামে এক জনকে আটক করেছে বেড়া থানা পুলিশ। সে একই গ্রামের বাসিন্দা। বেড়া হাই স্কুলের প্রধান শিক্ষক সৌরভ ও হাসানকে মিল করে দেয়ার বিষয়টি হত্যার ঘটনায় ভয় পেয়ে সব কিছু অস্বীকার করেছেন। তবে এলাকা বাসির দাবি প্রধান শিক্ষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আরো অনেক বিষটি জানা যাবে। বিষয়টি নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এক জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত ব্যবস্থা নেয়া হবে।
মুক্তআলো২৪.কম/উজ্জ্বল হোসাইন। বেড়া, পাবনা প্রতিনিধি।
- কিরণ ব্যাপারীর কাছে জিম্মি বেড়ার সাধারণ মানুষ
- নৌকা আমাদের বিজয়ের প্রতীক:এ্যাড.শামসুল হক টুকু
- সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন :এ্যাড.শামসুল হক টুকু এমপি
- অগ্নিকাণ্ড বেড়া পাওয়ার প্লান্টে, ১টি ইঞ্জিন পুড়ে ছাই !
- উড়াল গতিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছেন:এ্যাড. শামসুল হক টুকু
- হরতালে গাড়ি ভাঙচুর পাবনায়
- এ্যাড. শামসুল হক টুকু এমপি`র সহধর্মিনী’র জানাজা নামাজ সম্পূর্ণ
- পাবনায় স্বামীর যাবজ্জীবন স্ত্রী হত্যার দায়ে
- ‘সরিষাপাড়া গ্রামে উঠান বৈঠকেএ্যাড.শামসুল হক টুকু এমপি’
- পাবনা জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ
- পাবনায় আরো ৩ যুবক আটক প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায়
- পাবনায় কুপিয়ে হত্যা স্কুলছাত্রকে
- জামায়াতের প্রচার সম্পাদক গ্রেফতার পাবনা জেলার
- পাবনায় আইনজীবীর মৃত্যু ট্রাকচাপায়
- অবশেষে সূচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত হলো