ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২
Breaking:
সংস্কার কেন ভোটাধিকার-গণতন্ত্রের বিকল্প হবে, প্রশ্ন রিজভীর      অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারের জন্য একটি কমিটি গঠন করা হবে : রিজওয়ানা      ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তিতে শর্ত জুড়ে দিল আইএমএফ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ     
১৮৮

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫  

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি


প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। পরে সচিবালয়ের সামনে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে ৯ দফা দাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন।

তারা সেখানে ৩০ মিনিট অবস্থানের পরে শিক্ষা ভবনের দিকে চলে যায়। এসময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যায়। শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বেলা ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী।

অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত