ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
শপথ নিলেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ব্যাটারিচালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা        ‘মহত্ত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আ. লীগ না, আপনি মানুষ’        সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের     
১২৭

সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪  


 সরকার চাঁদাবাজির মত অপরাধ সম্পর্কে যথেষ্ট সচেতন রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, তৈরি পোশাক খাতে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সরকার  চাঁদাবাজি সম্পর্কে যথেষ্ট সচেতন। যদি তৈরি পোশাক খাত চাঁদাবাজির কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এক প্রশ্নের উত্তরে আজাদ বলেন, সরকার ইতোমধ্যে পুলিশকে চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে পোশাক খাতে অস্থিরতা সম্পর্কে তিনি বলেন, এই অস্থিরতা বর্তমানে সহনীয় পর্যায়ে আনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মতে, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে প্রায় ৯৯ দশমিক ২৬ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং দেশের তৈরি পোশাক খাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

প্রেস উইং আরও জানায়, আজ সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পোশাক শিল্পে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় ৪০৭টি কারখানার মধ্যে তিনটি কারখানা বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জে সব কারখানাই খোলা রয়েছে। গাজীপুরের ৮৭১টি কারখানার মধ্যে দুটি বন্ধ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত