ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪ || ১৩ পৌষ ১৪৩১
Breaking:
গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন : মির্জা ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক        ‘নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনি বাধা নেই’        নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান        ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : ড. ইউনূস     
৩১৮

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪  

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত


নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্ত্বর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। দল যা মনে করেছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। 

এর আগে ২০২২ সালের ১০ নভেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরে ২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বিবার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তখন থেকেই তারা দুজন জেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছিলেন। 








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত