ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ || ১৪ মাঘ ১৪৩১
Breaking:
বৈঠক শেষে ফখরুল ১০ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ট্রাম্পের হুঙ্কারে পিছু হটলেন গুস্তাভো পেট্রো        নতুন কর্মসূচি ঘোষণা করলেন ৭ কলেজের শিক্ষার্থীরা        ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সাত কলেজ     
২৬৩

বেড়া পৌর ১নং ওয়ার্ড বিএনপি` কর্তৃক আয়োজিত কর্মী সভা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪  

বেড়া পৌর ১নং ওয়ার্ড বিএনপি` কর্তৃক আয়োজিত কর্মী সভা

বেড়া পৌর ১নং ওয়ার্ড বিএনপি` কর্তৃক আয়োজিত কর্মী সভা


আজ শুক্রবার ২৫ শে অক্টোবর বিকেলে বেড়া বিপিনবিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেড়া পৌর ১নং ওয়ার্ড বিএনপি' কর্তৃক আয়োজিত কর্মী সভার আয়োজন করা হয়। 

উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ আলহাজ্ব ফজলুর রহমান ফকির,আহ্বায়ক,বেড়া পৌর বিএনপি।তিনি বলেন,আমরা ১৫ বছর মাইকের সামনে কোন কথা বলতে পারি নাই।আমি কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সম্পর্ক থাকবে সাধারণ মানুষের সাথে যারা বিএনপিকে ভোট দেয়।আমাদেরকে ভোট দেয় সাধারণ কর্মীরা।তাই এই কর্মীদের কাছে আমাদেরকে যেতে হবে এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন:মোঃ সালাউদ্দিন ইকবাল, সদস্য সচিব বেড়া পৌর বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ সাজেদুল ইসলাম দীপু,যুগ্ন আহবায়ক,বেড়া পৌর বিএনপি।মোহাম্মদ মইনুল হক,যুগ্ন আহবায়,বেড়া পৌর বিএনপি।মোঃ আকছেদ আলী,যুগ্ন আহবায়ক,বেড়া পৌর বিএনপি।মোহাম্মদ মঈন উদ্দিন খাজা,যুগ্ন আহবায়ক,বেড়া পৌর বিএনপি।মোঃ সালিমুল ইসলাম, সাধারণ সম্পাদক,১ নং ওয়ার্ড বিএনপি।
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন: আলহাজ্ব আব্দুল গফুর সওদাগর, সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি বেড়া পৌর শাখা। 

উক্ত কর্মীসভায় বক্তৃতা করেন বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতা যুবদলের নেতা, ছাত্রদলের নেতা এবং স্বেচ্ছাসেবক দলের নেতা।




মুক্তআলো২৪.কম

 
 
 
 
আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত