মহাখালীতে রেলপথ অবরোধ করলেন তিতুমীর শিক্ষার্থীরা
মুক্তআলো২৪.কম
মহাখালীতে রেলপথ অবরোধ করলেন তিতুমীর শিক্ষার্থীরা
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রেলপথ অবরোধ করেন তারা। এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন লাল পতাকা দেখিয়ে থামানো হয়।
আটকে যাওয়া ট্রেনের লোকোমাস্টার লতিফ বলেন, ‘উপকূল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসে। এ সময় ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে মহাখালী রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
এর আগে দুপুর ১২টার পর দাবি আদায়ে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।অবরোধ চলাকালীন অ্যাম্বুল্যান্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।
এদিকে দাবি আদায়ে ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
যার প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।
তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত ২৯ জানুয়ারি বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
মুক্তআলো২৪.কম
- গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
- পাঁচবিবি উপজেলায় মনোনয়ন প্রত্যাশী মির শহীদ মণ্ডলের ছেলে মুন্না
- সংরক্ষিত নারী আসনে আঃ লীগের মনোনয়ন প্রত্যাশী ফারহানা রেজা পিউলি
- আ ফ ম রুহুল হক এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাঈদ মেহেদী
- মনোনয়ন দৌঁড়ে এগিয়ে এ্যাড.আনজুমান আরা আয়না
- কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- ঈশ্বরদীতে ২ আসামি জেলহাজতে হত্যা মামলার
- অস্ত্রসহ আটক ৩ পাবনায় র্যাবের অভিযানে
- কালিগঞ্জে বনলতা ফ্যাশন বসন্তপুর প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত
- শেখ হাসিনা আজকে মানবিক গুণাবলীতে ভাস্বর:এ্যাড.শামসুল হক টুকু
- মাদকের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের বিকল্প নেই:এ্যাড.শামসুল হক টুকু
- করোনা কালে মানবতার বাতিঘর প্লাবন্তী জামান ইতি
- রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর অসাধারণ কৃতিত্ব
- উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর নির্বাচনী গনোসংযোগ
- দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী