ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ || ৮ ফাল্গুন ১৪৩১
Breaking:
দিল্লির মুখ্যমন্ত্রী হলেন মোদির অনুগত রেখা গুপ্তা      একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের অবিস্মরণীয় অধ্যায় : তারেক রহমান      স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ৪০৮ আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ        আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা        ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার     
৬৭

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫  

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল( (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল থাকবে, ততদিন ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।

আজ দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবেন।

অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগ্নেয়াস্ত্র জব্দের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী নয়, তবে সামনের দিনগুলোতে তা বাড়বে।

তিনি বলেন, আপনারা যতটা আশা করেছিলেন, ততটা নয়। তবে, জব্দের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। তারা গ্রামগঞ্জে সব জায়গায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছপা হলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। সেজন্য আমাদের সবার আনসার বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত।

জাহাঙ্গীর আলম বলেন, আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না।

এর আগে সকালে, উপদেষ্টা গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে তিনি আনসার ও ভিডিপি’র ১৮ জন কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য পদ মর্যাদার সদস্যদের তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করেন।

বাহিনীর কর্মকর্তা, কর্মচারীসহ মোট ১৫৬ জনকে সেবা ও সাহসিকতা বিভাগে পদক প্রদান করা হয়েছে।

পরে, উপদেষ্টা আনসার একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন, একটি ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং কুটির শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত