ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
Breaking:
পটুয়াখালীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত      উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক      আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দলীয় স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা করেনি পুলিশ : আইজিপি        বিগত সরকারের কথিত উন্নয়ন চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা        এ দেশে মেজরিটি–মাইনরিটি বলে কিছু নেই: জামায়াতের আমির     
১৭৯

যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না:

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪  

যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইজতেমার ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে। যথাসময়েই ইজতেমা হবে। তবে সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মুন্সীগঞ্জ সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ এবং যুবায়ের—দুইপক্ষই গতকাল আমাদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ছিল। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

যে কোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশের প্রস্তুতি রয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ১৮৫ জনের মতো কাজে যোগ দেয়নি, এ সংখ্যা নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এ ছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী রয়েছে, এ ছাড়া র‍্যাব, বিজিবি রয়ে গেছে। নির্বাচনসহ যে কোনো অবস্থা মোকাবিলা করতে কোনো অসুবিধা হবে না।

সভায় অন্যদের মধ্যে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত