ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৫ || ১৯ মাঘ ১৪৩১
Breaking:
নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক : গয়েশ্বর     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আজ থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ        তরুণদের আত্মত্যাগে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলার তাৎপর্য     
৭৭

যুবদল নেতাকে সাদা পোশাকধারীরা নির্যাতন করে হত্যা করেছে :

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫  

যুবদল নেতাকে সাদা পোশাকধারীরা নির্যাতন করে হত্যা করেছে : মির্জা ফখরুল

যুবদল নেতাকে সাদা পোশাকধারীরা নির্যাতন করে হত্যা করেছে : মির্জা ফখরুল


কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা ‘নির্যাতন-নিপীড়ন চালিয়ে হত্যা করেছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই ঘটনা ঘটিয়েছে কিনা তার অনসুন্ধান জরুরি বলেও দাবি করেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, ‘কুমিল্লা জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন-নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করে।

বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরণের বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক। এমন বিচারবহির্ভূত হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে। এই হত্যাকাণ্ড জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার ও প্রশাসনে আওয়ামী দোসরদের ঘাপটি মেরে থেকে রক্তাক্ত ঘটনা ঘটানো হচ্ছে কিনা সেটি নিয়ে গভীর অনুসন্ধান জরুরি।

তিনি আরো বলেন, ‘কোনো সরকারি বাহিনীই আইন হাতে তুলে নিতে পারে না। অপরাধ সংঘটনকারী যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আইনের শাসনের অন্যতম শর্ত। কিন্তু তাকে কখনোই বিচারবহির্ভূতভাবে নির্যাতন করে হত্যা করার কোনো অধিকার সরকারী বাহিনীগুলোর নেই। আামি তৌহিদুল ইসলামকে বিচার বহির্ভূতভাবে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।

এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত