রুনি ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক
অনলাইন
ওয়েইন রুনি
তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক মনোনীত হয়েছেন । আসন্ন মৌসুমে নেমানজা ভিডিচের স্থানে নতুন কোচ লুইস ভ্যান গালের অধীনে ইউনাইটেডের আর্মব্যান্ড হাতে মাঠে নামবেন এই ফরোয়ার্ড। গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেই ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দলের সহ অধিনায়ক মনোনীত হয়েছেন ড্যারেন ফ্লেচার।এ সম্পর্কে রুনি বলেছেন, এটা বিশাল প্রাপ্তি। দারুন একটি ক্লাবের অধিনায়ক নির্বাচিত হওয়াও সৌভাগ্যের বিষয়। একইসঙ্গে আমার পরিবারের জন্য এটা দারুণ একটি সুখবর। ড্রেসিং রুমে আমাদের টিম স্পিরিটও সব সময় ভালো থাকে। আমার উপর কোচের এই আস্থার প্রতিদান আমি দিতে চাই। একইসঙ্গে তাকে কৃতজ্ঞতাও জানাতে চাই। শনিবার নতুন মৌসুমে আমাদের প্রথম ম্যাচটিতে দলকে নেতৃত্ব দিতে এখন আমি মুখিয়ে আছি।
ড্যারেন ফ্লেচার বলেছেন, সহ-অধিনায়ক নির্বাচিত হতে পেরে আমি খুব খুশি। এটা আমার এবং আমার পরিবারের জন্য দারুণ গর্বের একটি বিষয়। ওয়েইন এবং আমি সবসময়ই দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি এবং এখন আমাদের নতুন দায়িত্বে আরো কাছের থেকে কাজ করার সুযোগ এসেছে। আমার উপর আস্থা রাখার জন্য আমি কোচকে ধন্যবাদ জানাচ্ছি।
ভ্যান গাল বলেছেন, ‘অধিনায়ক নির্বাচন করাটা আমার জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ। ওয়েইন দলের মধ্যে সব সময়ই নিজের আলাদা একটি বৈশিষ্ট্য প্রমান করেছে। তার পেশাদারিত্ব দেখে আমি খুবই সন্তুষ্ট। অনুশীলনেও সে অন্য সবার থেকে আলাদা। দলের তরুণ সদস্যের জন্য সে দারুণ একটি অনুপ্রেরণার জায়গা। আমি বিশ্বাস করি অধিনায়কত্ব ভূমিকায় সে তার সব কিছু দিতে পারবে। ড্যারেন একজন জাত নেতা এবং যখন ওয়েইন খেলবে না তখন সেই দলকে নেতৃত্ব দিবে। ড্যারেন খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং ড্রেসিং রুমে সে খুবই জনপ্রিয়। আমি জানি ওয়েইনের সঙ্গে সে ভালোই মানিয়ে নিতে পারবে।’
- বাংলাদেশের নারী ক্রিকেট দলকে রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হলো
- ইনিংস পরাজয় থেকে রক্ষা মুশফিকের সেঞ্চুরিতে
- আর্জেন্টিনা ভুল বুটের কারণে বিশ্বকাপ জেতেনি : ম্যারাডোনা
- মেসি গাজার শিশুদের জন্য খেলতে নামছেন
- আর্জেন্টিনার মধুর প্রতিশোধ জার্মানিকে হারিয়ে !
- প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আর্জেন্টিনাকে মেসি-ডি মারিয়া জেতালেন
- অস্ট্রেলিয়াকে ৩১ বছর পর হারের লজ্জা দিল জিম্বাবুয়ে
- এখন মেসির সঙ্গে দি মারিয়া
- আবেদনপত্রে যা লিখেছেন সাকিব
- বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবলের শিরোপা জয় করল খুলনা
- বিবিসি বাংলার খবর
অনিশ্চিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ ? - বার্সাতেই জাভি অভিমান ভুলে
- বিশ্বকাপের শাকিরায় সমাপ্তি
- শোয়েইন্সটেইগার এগিয়ে নতুন অধিনায়ক হিসেবে জার্মান দলের