সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ পাচ্ছেন ৩০০ শিক্ষার্থী

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২১ অক্টোবর ২০২৪ সোমবার

সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ পাচ্ছেন ৩০০ শিক্ষার্থী

সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ পাচ্ছেন ৩০০ শিক্ষার্থী


ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ৩০০ জনকে সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেবে সরকার। শিক্ষার্থীরা পার্টটাইম ভিত্তিতে এ পদে নিয়োগ পাবেন। এ ক্ষেত্রে তাদের সম্মানী দেবে সরকার।

সোমবার (২১ অক্টোবর) ট্রাফিক পক্ষ-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ নিয়ে সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।ওই পোস্টে তিনি লিখেছেন, ‘৫ আগস্টের পর ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের থেকে প্রাথমিকভাবে ৩০০ জনকে সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে।’

‘প্রয়োজনের ভিত্তিতে পরবর্তীতে সংখ্যা বৃদ্ধি করা হবে। পার্টটাইম হিসেবে সম্মানীর ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।








মুক্তআলো২৪.কম