ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৪ রোববার
ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অপেক্ষাকৃত দুর্বল পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বসে সাবিনা খাতুনরা। তবে এর পর থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে পিটার বাটলারের দল। শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। আজ সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবারও ফাইনালে ওঠার পথে এই ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল সাবিনা-মনিকা চাকমাদের বাংলাদেশ। গতবারের তুলনায় এবার বেশি শক্তি নিয়েই টুর্নামেন্টে এসেছিল ভুটানিজরা। তবে বাংলাদেশের সঙ্গে এবারও কুলিয়ে উঠতে পারেনি পাহাড়ঘেরা দেশটি। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যে যারা জয়ী হবে তাদের সঙ্গেই ফাইনাল খেলবে বাংলাদেশ।
সেমিফাইনালে ওঠার পথে ভারতের বিপক্ষে ২ গোল দিয়ে জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের ‘নম্বর টেন’ তহুরা খাতুন। ভুটানের বিপক্ষেও আগুনে ফুটবল খেলেছেন তিনি। হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন আক্রমণভাগের এই ফুটবলার। জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা। একটি করে গোল আদায় করে নিয়েছেন ঋতুপর্ণা ও শিউলি আজিম।
বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান রূপনা চাকমারা। বাংলাদেশের হয়ে প্রথম গোল আদায় করেন ঋতুপর্ণা। সপ্তম মিনিটে তহুরার পাস থেকে ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে গোল দেন তিনি। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। ভুটানের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঁ পায়ের শটে লক্ষভেদ করেন তহুরা। তিন মিনিট পর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ভুটানের ডেকি লাজন।
২৪তম মিনিটে সহজ সুযোগ পেয়েও হাতছাড়া করেন সাবিনা। তার শট গোলবারে লেগে ফিরে আসার পর প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেন মনিকা। তার পাস থেকে সেই সাবিনাই দূর থেকে নেওয়া শটে গোল পান। ম্যাচের ৩৫তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ গোল আদায় করে নেন তহুরা। ভুটানের একজনকে কাটিয়ে ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার দৃষ্টিনন্দন শটে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ গোলে।
মুক্তআলো২৪.কম