এম আর ফারজানা`র কবিতা-

`পতিতা`

নিউওয়ার্ক,নিউ জার্সি থেকেঃএম আর ফারজানা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ৮ জুলাই ২০১৪ মঙ্গলবার | আপডেট: ০৫:২১ পিএম, ২২ আগস্ট ২০১৪ শুক্রবার

দারিদ্রতার ধুলো কষ্টের জীবন
স্বপ্ন দুমুঠো ভাত,
প্রতিদিন পরে পতিতার পিঠে
কোন দালালের হাত।

ভদ্র খদ্দর ভদ্র পুরুষ
সমাজে অনেক নাম,
ন্যায্যটুকু পায় না পতিতা
ঝড়িয়ে দেহের ঘাম।

কপালে শুধু গালাগাল জোটে
নষ্টা ভ্রষ্টা রাশি,
পুরুষ তুমি সাধু হলে বটে
পতিতার ঘরে আসি।

আজ পতিতার খদ্দর জোটেনি
হয়নি কোন রান্না
ক্ষুধার রাজ্যে পেট চুই চুই
ফুঁপিয়ে শুধু কান্না ।।