অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল সহজ, সহায়তা দিচ্ছে এনবিআর
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৩ নভেম্বর ২০২৪ বুধবার
অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল সহজ, সহায়তা দিচ্ছে এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা অত্যন্ত সহজ এবং ঝামেলামুক্ত। কাগজে দাখিলকৃত রিটার্নের তথ্য অনলাইন সিস্টেমে সংরক্ষণ না থাকায় ভবিষ্যতে নানা সমস্যার সম্মুখীন হতে পারে ভ্যাটদাতাগণ। এজন্য ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করাই সর্বোত্তম পদ্ধতি হিসেবে সুপারিশ করা হচ্ছে।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সকল ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসগুলোতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সহায়তা প্রদান করা হচ্ছে।
সম্মানিত ভ্যাটদাতাগণ চাইলে এসব অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন।
এনবিআরের মতে, ভ্যাটদাতাগণ অনলাইনে ভ্যাট দাখিল করে আধুনিক এবং স্বয়ংক্রিয় ভ্যাট ব্যবস্থার সাথে যুক্ত হতে পারবেন, যা জাতীয় রাজস্ব সংগ্রহে বিশেষ ভূমিকা রাখবে। এনবিআর আশা করছে, অনলাইন পদ্ধতির মাধ্যমে ভ্যাট দাখিলে ভ্যাটদাতাগণ আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং ভবিষ্যতে ভ্যাট জমা ও রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ হবে।
মুক্তআলো২৪.কম