ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৪ রোববার


ঢাকা মহানগর পুলিশের আশ্বাসে জাতীয় প্রেসক্লাবের ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রবিবার বিকেলে কর্মসূচি স্থগিত করে প্রেস ক্লাব এলাকা ছাড়েন তারা। 

শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘ইউনিয়নের একটি প্রতিনিধি দল আগামীকাল (সোমবার) ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে।
আশা করি, এই বৈঠক থেকে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’

ইতিমধ্যে তাদের আরেকটি প্রতিনিধি দল এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে দেখা করেছে জানিয়ে তিনি বলেন, ‘দাবি পূরণে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি রিট আবেদন করা হবে।’

এর আগে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে লাইসেন্স নেওয়াসহ ১১ দাবিতে রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন অটোরিকশা চালকরা।

বিক্ষোভকারীরা জাতীয় প্রেসক্লাব, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে সড়কে অবস্থান নিলে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকেরা।

গত বৃহস্পতিবারও শত শত অটোরিকশা চালক ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করলে নগরবাসীর চরম দুর্ভোগ পোহাতে হয়। ওইদিন বিকালে দাবি পূরণে আন্দোলনকারীরা দুই দিনের আল্টিমেটামও দেন।

তবে সে বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় আজ তারা সড়কে নেমে আসেন।

ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।








মুক্তআলো২৪.কম